আরও পড়ুন: সাড়ে তিন বছরের খুদে ১০০ প্রশ্নের উত্তর দিচ্ছে সাড়ে তিন মিনিটে! ঠোঁটের ডগায় জিকে
দুটি বাস দেওয়া হয়েছে খামার হাইস্কুলর জন্য, ও একটি বাস দেওয়া হয়েছে রামাশ্রম হাইস্কুলের জন্য। এই বাসে করে পরীক্ষার্থীদের তাদের পরীক্ষাকেন্দ্রে র্পৌঁছনো হচ্ছে। পরীক্ষা শেষ হওয়ার পর পুনরায় তাদের বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে। বাসে নিরাপত্তার জন্য থাকছে একজন করে বনকর্মী। এই বিষয়ে এক পরীক্ষার্থী জানান, তাদের জন্য বন দফতর থেকে বাসের যে ব্যবস্থা করেছে তা খুবই ভাল উদ্যোগ। এতে তাদের অনেকটাই উপকার হয়েছে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এই বিষয়ে এক অভিভাবক জানান, জঙ্গলমহলের এই এলাকাগুলিতে হাতি ও অন্যান্য বন্যপ্রাণীর ভয় থাকে। তাই এই এলাকাগুলিতে বাসের ব্যবস্থা করায় পরীক্ষার্থীদের জন্য অনেকটাই সুবিধা হয়েছে। প্রশাসনের এই উদ্যোগে আমরা ভীষণই খুশি। হাতি অধ্যুষিত এলাকাগুলির ছাত্র-ছাত্রীরা যাতে সুষ্ঠুভাবে মাধ্যমিক পরীক্ষা দিতে পারে সেই কারণেই বন দফতর তাদের জন্য বাসের ব্যবস্থা করেছে।
শর্মিষ্ঠা ব্যানার্জি