হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, পাঁচগাছিয়া এলাকার বাসিন্দা গৌতম নুনিয়া। গত শুক্রবার আঘাতপ্রাপ্ত হয়েছেন। কোনও ভাবে তার মাথায় ইট পড়ে আঘাতপ্রাপ্ত হয়েছেন তিনি। সঙ্গে সঙ্গে তাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হয়।
আরও পড়ুন: রসুন চাষ করে হয়ে উঠুন লাখপতি! জেনে নিন পদ্ধতি
আরও পড়ুন: সামান্য ঘাস বিক্রি করেই লাখপতি হচ্ছেন চাষীরা, কীভাবে চলছে ব্যবসা? জানুন
advertisement
কিন্তু তার আঘাত গুরুতর নয় বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই তার সিটি স্ক্যান এবং অন্যান্য পরীক্ষা হয়েছে। সেখানে বিশেষ কোনও সমস্যা ধরা পড়েনি। এরপর জেলা শিক্ষা দফতর, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং জেলা হাসপাতালের সুপার উদ্যোগ নিয়ে হাসপাতালে বসেই পরীক্ষার্থী গৌতম নুনিয়ার পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেন। জেলা হাসপাতালের আই ওয়ার্ডে বসে মাধ্যমিকের ভূগোল পরীক্ষা দিয়েছেন তিনি।
আসানসোল জেলা হাসপাতালে সুপার নিখিল চন্দ্র দাস জানিয়েছেন, ওই পরীক্ষার্থী বর্তমানে অনেকটাই সুস্থ। হাসপাতালে বসে তার পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল। একটি ফাঁকা ওয়ার্ডে তার পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আর তার বিশেষ কোনও সমস্যা না থাকলে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে। যদিও মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেলে তাকে আরও একবার চেকআপ করা হবে বলে জানিয়েছেন সুপার। তবে হাসপাতালে বসে আঘাতপ্রাপ্ত ছেলে মাধ্যমিক পরীক্ষা দিতে পারায় খুশি তার পরিবারের লোকজন।
Nayan Ghosh