উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানান, “মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। মোট ৫১টি রুটে এই বাস চলাচল করানো হবে। যেগুলির মধ্যে মোট ৪০টি রুটে আগে বাস চালানো হতো না উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের পক্ষ থেকে। আর ১১ টি রুটে আগেও বাস পরিষেবা চলত। তবে মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে বাসের সংখ্যা বাড়ানো হয়েছে। যাতে পরীক্ষার্থীরা সহজেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারে। সরকারি ভাড়া অনুযায়ী ভাড়া নেওয়া হবে এই বাসগুলিতে। এই সুবিধা পাবেন সকল মাধ্যমিক পরীক্ষার্থী।”
advertisement
আরও পড়ুন-ছুরির কোপে ঝাঁঝরা শরীর…! ফের হাসপাতালে ছুটলেন সইফ আলি খান, সব ঠিকাছে তো?
তিনি আরও জানান, “যদি কোনও পরীক্ষার্থীর কাছে পর্যাপ্ত বাসের ভাড়া না থাকে। সেক্ষেত্রে বিষয়টি বিবেচনা করে দেখার কথা বলা হয়েছে বাসের কন্ডাক্টরদের। এর ফলে মাধ্যমিক পরীক্ষার্থীদের মাধ্যমিক পরীক্ষা দিতে অনেকটা সুবিধা হবে। এই পরিষেবা গোটা উত্তরবঙ্গে চালানো হবে।” কোচবিহারের এক মাধ্যমিক পরীক্ষার্থী আদ্রিজ পাল জানান, “যে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীরা দূর-দূরান্ত থেকে পরীক্ষা দিতে আসে। তাঁদের জন্য এই পরিষেবা অনেকটাই উপকারী হবে। এর ফলে যেমনি সময় কম লাগবে। তেমনি পথ দুর্ঘটনার আশঙ্কাও অনেকটা কমবে। তাই এনবিএসটিসি-এর এই উদ্যোগ অনেকটাই প্রশংসনীয়।”
পরীক্ষার শুরুর দিন থেকেই যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বহু ছাত্র-ছাত্রীদের দেখা গেল বাসে করে পরীক্ষা কেন্দ্র যাওয়ার জন্য। অনেক যাত্রীরা এই বিশেষ সুবিধা পাওয়ার জন্য বেশ অনেকটাই খুশি হয়েছেন। এই পরিষেবার ফলে পরীক্ষা কেন্দ্রে যাওয়া এবং আসা অনেকটাই সহজ হবে পরীক্ষার্থীদের। এই পরিষেবা পেয়ে পরীক্ষার্থীদের অভিভাবকেরাও অনেকটাই খুশি।
Sarthak Pandit