TRENDING:

Madhyamik Exam 2025 : মাধ্যমিকে বাংলায় ছাঁকা নম্বর তোলার লাস্ট মিনিট সাজেশন, নম্বর বাড়াতে জানুন বিশেষজ্ঞর টিপস

Last Updated:

Madhyamik Exam 2025: সামনেই মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষার্থীদের বাংলা বিষয়ে শেষ মুহূর্তে সাজেশন জানুন বিশেষজ্ঞ শিক্ষকের কাছ থেকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: সামনে মাধ্যমিক পরীক্ষা। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ছাত্র জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক। তাই নিয়ে বেশ চিন্তায় থাকে ছেলেমেয়েরা। তবে কীভাবে উত্তর লিখতে হবে? কী কী সম্ভাব্য প্রশ্ন আসতে পারে? কীভাবে লিখলে মিলবে ভাল নম্বর?
advertisement

বিস্তারিত সাজেশন দিলেন পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের দেউলা বাপুজী শিক্ষা সদনের বাংলা বিভাগের শিক্ষক স্বপন ঘোষ। আসন্ন মাধ্যমিক পরীক্ষার প্রথম বিষয় বাংলা নিয়ে তিনি সবিস্তারে বর্ণনা দিলেন। কী জানালেন তিনি?

আরও পড়ুন: বিকেল হলেই পেটে গ্যাস ভরে যাচ্ছে? মুখ দিয়ে টক উঠছে? ভয়ঙ্কর রোগ থাবা বসাচ্ছে নাকি জানুন

মাধ্যমিক পরীক্ষায় প্রথম দিনের পরীক্ষা বাংলা। স্বাভাবিক ভাবে ছাত্র-ছাত্রীদের মধ্যে বেশ চিন্তার থাকে এই পরীক্ষা নিয়ে। তবে বাংলা বিষয়ের প্রশ্নপত্র একাধিক মানের হয়। যেখানে থাকে মাল্টিপল চয়েস কোশ্চেন, থাকে সংক্ষিপ্ত উত্তরধর্মী, প্রতিবেদন, রচনা, নাটক কিংবা উপন্যাস থেকে প্রশ্ন। স্বাভাবিক ভাবে প্রতিটি প্রশ্নমান অনুযায়ী উত্তর লিখতে হবে। শিক্ষক স্বপন ঘোষ জানিয়েছেন, প্রথম ১৭টি প্রশ্ন থাকে এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোশ্চেন।

advertisement

আরও পড়ুন: AIIMS-কেও দেয় জোর টক্কর, MBBS পড়ার ফি মাত্র ৫৬ হাজার টাকা! কোন মেডিক্যাল কলেজ?

এরপর দুইয়ের দাগ থেকে শুরু হয় সংক্ষিপ্ত উত্তরধর্মী কিংবা বর্ণনাধর্মী প্রশ্ন। এছাড়াও সাত এবং আট-এর দাগে নাটক এবং উপন্যাস থেকে প্রশ্ন আসে। থাকে বঙ্গানুবাদ। এই বঙ্গানুবাদে মাত্র চারটি লাইন থাকে যে লাইনের ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করতে হয়। স্বাভাবিক ভাবে অতি সহজে নম্বর পাওয়া যায় এগুলি থেকে। এছাড়াও বর্ণনাধর্মী প্রশ্নতেও পার্ট মার্ক থাকে। যেখানে সাজিয়ে গুছিয়ে উত্তর লিখলে অনায়াসে ভাল নম্বর পাওয়া যায় বাংলাতে।

advertisement

এ বছর রচনার ক্ষেত্রে সম্ভাব্য বিজ্ঞানধর্মী বেশ কিছু রচনা, আত্মজীবনী মূলক রচনা কিংবা সাম্প্রতিক বেশ কিছু ঘটনা নিয়ে রচনা পড়লেই তার মধ্য থেকে মিলতে পারে প্রশ্ন। এছাড়াও পরীক্ষার খাতায় প্রশ্ন দেখে উত্তর লেখা, পরিষ্কার-পরিচ্ছন্নভাবে লেখা এবং বেশ কিছু নিয়ম মেনে চললে অনায়াসে বাংলাতে ভাল নম্বর পাওয়া যাবে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রঞ্জন চন্দ

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Madhyamik Exam 2025 : মাধ্যমিকে বাংলায় ছাঁকা নম্বর তোলার লাস্ট মিনিট সাজেশন, নম্বর বাড়াতে জানুন বিশেষজ্ঞর টিপস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল