ছাতনা ব্লকের আড়রা হাই স্কুলের ছাত্রী নিশা বাউরি জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক দিল হাসপাতালের বিছানায় বসে। গত শুক্রবার ছাতনা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে তার শরীরে কম রক্ত থাকায় তাকে হাসপাতালে ভর্তি করে বাড়ির লোকজন। শারীরিক অসুস্থতার কারণে একপ্রকার পরীক্ষা দেওয়া অনিশ্চিতই ছিল এবারের মাধ্যমিক পরীক্ষার্থী নিশার। এর পরে হাসপাতালের বিছানায় বসে সে ঠিক করে যে এখানেই বসে মাধ্যমিক পরীক্ষা দেবে সে।
advertisement
আরও পড়ুন-ছুরির কোপে ঝাঁঝরা শরীর…! ফের হাসপাতালে ছুটলেন সইফ আলি খান, সব ঠিকাছে তো?
পরিবারের পক্ষ থেকে চিকিৎসকদের এই বিষয়ে বলা হয়। এরপরেই হাসপাতালে বসে তার পরীক্ষার ব্যবস্থা করা হয়। স্কুল কর্তৃপক্ষ ও হাসপাতালের এই ব্যবস্থাপনায় খুশি নিশা ও তার পরিবারের লোকজন। তবে পরীক্ষার্থী যথেষ্ট অসুস্থ থাকা সত্বেও তার এমন সাহসী সিদ্ধান্ত সাধুবাদ কুড়িয়েছে সাধারণ মানুষের।
মাধ্যমিক পরীক্ষার পাশাপাশি জীবনের পরীক্ষাতেও সফল হল নিশা। শারীরিক ভাবে প্রতিকূলতা থাকা সত্ত্বেও পরীক্ষা দিতে পিছু পা হয়নি সে। অবশ্যই তার ফলাফলের দিকে নজর থাকবে সকলের, কিন্তু ফলাফল বেরোনোর আগে প্রথম পরীক্ষার দিনেই সকলের মন জয় করে ফেলেছে বাঁকুড়ার ছাতনার এই মেয়ে।
নীলাঞ্জন ব্যানার্জি





