আরও পড়ুন: সোমবার প্রকাশিত হতে চলেছে এসএসসির নবম-দশমের নিয়োগ পরীক্ষার ফল, কী ভাবে জানা যাবে? দেখুন ভি
বেশিরভাগ ক্ষেত্রেই শিক্ষকতার অভিজ্ঞতার নম্বর বাড়িয়ে লেখার অভিযোগ প্রার্থীদের বিরুদ্ধে। অ্যাকাডেমি কোয়ালিফিকেশনের নম্বরও বাড়িয়ে লেখার অভিযোগ উঠেছে। ভেরিফিকেশনের সময় সেইসব প্রার্থীদের ভুল তথ্য ধরা পড়েছে। এছাড়াও, গত ৬ দিনে ভেরিফিকেশন প্রক্রিয়ায় অনুপস্থিতি থাকলেন প্রায় ২০০ জন পরীক্ষার্থী।
advertisement
আরও পড়ুন: ফের বিকাশ ভবন অভিযান নয়া চাকরিপ্রার্থীদের! অভিজ্ঞতার নম্বর বাতিল, শূন্যপদ বৃদ্ধির দাবি
গত ছ’দিন ধরে বাংলা, ইংরেজি, ইতিহাস, কম্পিউটার সায়েন্স, বাণিজ্য ও রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের ইন্টারভিউয়ের তালিকায় থাকা চাকরি প্রার্থীদের ভেরিফিকেশন হয়েছে। ভুল তথ্য যারা দিয়েছেন তারা এক অর্থে ইন্টারভিউ ক্ষেত্রে সুযোগ পাচ্ছেন না বলেই মত আধিকারিকদের।
