নম্বর বাড়িয়ে লেখার অভিযোগ, এসএসসি-র শিক্ষক নিয়োগের ভেরিফিকেশনেই ধরা পড়ছে চাকরিপ্রার্থীদের ভুয়ো তথ্য!

Last Updated:

বেশিরভাগ ক্ষেত্রেই শিক্ষকতার অভিজ্ঞতার নম্বর বাড়িয়ে লেখার অভিযোগ প্রার্থীদের বিরুদ্ধে। অ্যাকাডেমি কোয়ালিফিকেশনের নম্বরও বাড়িয়ে লেখার অভিযোগ উঠেছে। ভেরিফিকেশনের সময় সেইসব প্রার্থীদের ভুল তথ্য ধরা পড়েছে। এছাড়াও, গত ৬ দিনে ভেরিফিকেশন প্রক্রিয়ায় অনুপস্থিতি থাকলেন প্রায় ২০০ জন পরীক্ষার্থী।

ইন্টার্ভিউয়ের নথি যাচাইয়ের সময় উঠে এল মারাত্মক তথ্য
ইন্টার্ভিউয়ের নথি যাচাইয়ের সময় উঠে এল মারাত্মক তথ্য
কলকাতা: SSC-এর একাদশ দ্বাদশ শিক্ষক নিয়োগে ইন্টারভিউয়ের নথি যাচাই শুরু হতেই সামনে আসতে শুরু করল একের পর এক অসঙ্গতি। ইন্টারভিউয়ের তালিকায় থাকা একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগের নথি যাচাইয়ে একের পর এক অসঙ্গতি ধরা পড়ে। জানা গিয়েছে, নথি যাচাই প্রক্রিয়াতে প্রায় ৩০০ আবেদনকারী ভুল তথ্য দিয়েছেন। এসএসসির ভেরিফিকেশন প্রক্রিয়ায় গত ৬ দিন ধরে এমনই তথ্য উঠে এল।
আরও পড়ুন: সোমবার প্রকাশিত হতে চলেছে এসএসসির নবম-দশমের নিয়োগ পরীক্ষার ফল, কী ভাবে জানা যাবে? দেখুন ভি
বেশিরভাগ ক্ষেত্রেই শিক্ষকতার অভিজ্ঞতার নম্বর বাড়িয়ে লেখার অভিযোগ প্রার্থীদের বিরুদ্ধে। অ্যাকাডেমি কোয়ালিফিকেশনের নম্বরও বাড়িয়ে লেখার অভিযোগ উঠেছে। ভেরিফিকেশনের সময় সেইসব প্রার্থীদের ভুল তথ্য ধরা পড়েছে। এছাড়াও, গত ৬ দিনে ভেরিফিকেশন প্রক্রিয়ায় অনুপস্থিতি থাকলেন প্রায় ২০০ জন পরীক্ষার্থী।
advertisement
আরও পড়ুন: ফের বিকাশ ভবন অভিযান নয়া চাকরিপ্রার্থীদের! অভিজ্ঞতার নম্বর বাতিল, শূন্যপদ বৃদ্ধির দাবি
গত ছ’দিন ধরে বাংলা, ইংরেজি, ইতিহাস, কম্পিউটার সায়েন্স, বাণিজ্য ও রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের ইন্টারভিউয়ের তালিকায় থাকা চাকরি প্রার্থীদের ভেরিফিকেশন হয়েছে। ভুল তথ্য যারা দিয়েছেন তারা এক অর্থে ইন্টারভিউ ক্ষেত্রে সুযোগ পাচ্ছেন না বলেই মত আধিকারিকদের।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
নম্বর বাড়িয়ে লেখার অভিযোগ, এসএসসি-র শিক্ষক নিয়োগের ভেরিফিকেশনেই ধরা পড়ছে চাকরিপ্রার্থীদের ভুয়ো তথ্য!
Next Article
advertisement
Success Story: বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন
বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থানে, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেলেন
  • বাবা-মা সরকারি অফিসার

  • মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন

  • এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন

VIEW MORE
advertisement
advertisement