আরও পড়ুন: মাধ্যমিক শুরুর দিন তারস্বরে বক্স বাজিয়ে কলেজে নবীনবরণ! অসুবিধায় পরীক্ষার্থীরা
পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের বেশ কিছু জায়গায় হাতি চলাচলের পথ রয়েছে। মূল রাস্তার মধ্যেই রয়েছে এলিফ্যান্ট করিডোর। ফলে শুক্রবার সকালে সেই হাতি চলাচলের পথ পেরিয়েই পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে হয়েছে মাধ্যমিক পরীক্ষার্থীদের। বিপদ এড়াতে এলিফ্যান্ট করিডোরে বাড়তি নজরদারির ব্যবস্থা করেছে বন দফতর। তাদের ঐরাবত নামের বিশেষ গাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় হাজির হন বন কর্মীরা। এদিন হুটার বাজিয়ে ঐরাবত এসকর্ট করে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যায় মাধ্যমিক পরীক্ষার্থীদের।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
পশ্চিম মেদিনীপুরের শালবনি, গুড়গুড়িপাল, কলসিভাঙা, ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম, চাঁদাবিলা সহ একাধিক জায়গায় রয়েছে এলিফ্যান্ট করিডোর। এইসব জায়গায় মাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে বিশেষ নজরদারি ব্যবস্থা থাকছে বন দফতরের। পাশাপাশি থাকছে গাড়ির বন্দোবস্ত। দরকারে পরীক্ষার্থীদের গাড়ি করে পৌঁছে দেওয়া হবে পরীক্ষা কেন্দ্রে। প্রশাসনের এই ভূমিকা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন পরীক্ষার্থীদের অভিভাবকরা।
রঞ্জন চন্দ





