TRENDING:

Madhyamik Exam 2024: ঐরাবতের সহচর্যে জীবনের প্রথম বড় পরীক্ষায়

Last Updated:

হাতি চলাচলের পথ পেরিয়েই পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে হয়েছে মাধ্যমিক পরীক্ষার্থীদের। বিপদ এড়াতে এলিফ্যান্ট করিডোরে বাড়তি নজরদারির ব্যবস্থা করেছে বন দফতর

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: শুক্রবার শুরু হল মাধ্যমিক পরীক্ষা। অন্যান্য বছরে তুলনায় এবার পরীক্ষা শুরুর সময় দু’ঘণ্টা এগিয়ে এসেছে। এবার পরীক্ষা শুরু হচ্ছে সকাল ৯:৪৫ থেকে। ফলে সকালে ঘুম থেকে উঠেই তৈরি হয়ে কার্যত পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হতে হচ্ছে ছাত্র-ছাত্রীদের। এদিকে এত সকালে জঙ্গলমহলের রাস্তা দিয়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোটা কিছুটা হলেও ঝুঁকিপূর্ণ। কারণ হাতির ভয় থাকে। গত বছর মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন‌ই উত্তরবঙ্গের জলপাইগুড়িতে এক পরীক্ষার্থীর মৃত্যু হয়েছিল হাতির আক্রমণে। সেই স্মৃতি মনে রেখে এবার দক্ষিণের জঙ্গলমহলে পরীক্ষার্থীদের ঐরাবত এসকর্টের ব্যবস্থআ করেছে বন দফতর।
advertisement

আরও পড়ুন: মাধ্যমিক শুরুর দিন তারস্বরে বক্স বাজিয়ে কলেজে নবীনবরণ! অসুবিধায় পরীক্ষার্থীরা

পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের বেশ কিছু জায়গায় হাতি চলাচলের পথ রয়েছে। মূল রাস্তার মধ্যেই রয়েছে এলিফ্যান্ট করিডোর। ফলে শুক্রবার সকালে সেই হাতি চলাচলের পথ পেরিয়েই পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে হয়েছে মাধ্যমিক পরীক্ষার্থীদের। বিপদ এড়াতে এলিফ্যান্ট করিডোরে বাড়তি নজরদারির ব্যবস্থা করেছে বন দফতর। তাদের ঐরাবত নামের বিশেষ গাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় হাজির হন বন কর্মীরা। এদিন হুটার বাজিয়ে ঐরাবত এসকর্ট করে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যায় মাধ্যমিক পরীক্ষার্থীদের।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

পশ্চিম মেদিনীপুরের শালবনি, গুড়গুড়িপাল, কলসিভাঙা, ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম, চাঁদাবিলা সহ একাধিক জায়গায় রয়েছে এলিফ্যান্ট করিডোর। এইসব জায়গায় মাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে বিশেষ নজরদারি ব্যবস্থা থাকছে বন দফতরের। পাশাপাশি থাকছে গাড়ির বন্দোবস্ত। দরকারে পরীক্ষার্থীদের গাড়ি করে পৌঁছে দেওয়া হবে পরীক্ষা কেন্দ্রে। প্রশাসনের এই ভূমিকা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন পরীক্ষার্থীদের অভিভাবকরা‌।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বেসরকারি হাসপাতালকে জোর টেক্কা! মুর্শিদাবাদের সরকারি হাসপাতালেই তাক লাগানো চিকিৎসা পরিষেবা
আরও দেখুন

রঞ্জন চন্দ

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Madhyamik Exam 2024: ঐরাবতের সহচর্যে জীবনের প্রথম বড় পরীক্ষায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল