আরও পড়ুন: দুর্ঘটনার মাধ্যমিক! বোনকে পরীক্ষাকেন্দ্রে দিতে যাওয়ার সময় গাড়ির তলায় পিষে গেল দাদা
শুক্রবার থেকে শুরু হয়েছে এবারের মাধ্যমিক পরীক্ষা। বিক্ষিপ্ত কিছু ঘটনা বাদ দিলে প্রথম দিনের পরীক্ষা মোটামুটি ভালোভাবেই মিটেছে। এরই মধ্যে বাঁকুড়া জেলায় পরীক্ষার্থীর সংখ্যা বাড়ার সুসংবাদ এল। গতবারের তুলনায় এবছর ১৫,৮৭০ জন পরীক্ষার্থী বেড়েছে৷ জেলায় ছাত্র ও ছাত্রী মিলিয়ে এবার প্রায় ৪৬ হাজার পড়ুয়া মাধ্যমিক পরীক্ষায় বসেছে৷
advertisement
এদিকে জেলার হাতি উপদ্রুত এলাকায় পরীক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে বন দফতর। তারা এসকর্ট করে পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পোঁছে দিচ্ছে। এবারই প্রথম জলের বোতল সঙ্গে নিয়ে পরীক্ষায় বসতে পারছে না মাধ্যমিক পরীক্ষার্থীরা। মধ্যশিক্ষা পর্ষদের কড়া নির্দেশিকা মেনেই শুক্রবার জেলার প্রতিটি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) পীযুষ কান্তি বেরা জানান, গোটা জেলা মিলিয়ে মুখ্য কেন্দ্র রয়েছে ৮১ টি এবং উপকেন্দ্র রয়েছে ৩৬ টি। মোট কেন্দ্রের সংখ্যা ১১৭ টি। মোট ছাত্র পরীক্ষার্থী রয়েছে ২১,৫০৯ এবং মোট ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ২৪,৫৭৪ জন। মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪৬,০৮৩ জন যা ২০২৩-এর মাধ্যমিকের তুলনায় ১৫,৮৭০ জন বেশি। ছাত্র পরীক্ষার্থী বেড়েছে ৭,৪৪৯ এবং ছাত্রী পরীক্ষার্থী বেড়েছে ৮,৪২১ জন।
নীলাঞ্জন ব্যানার্জী






