Madhyamik Exam 2024: দুর্ঘটনার মাধ্যমিক! বোনকে পরীক্ষাকেন্দ্রে দিতে যাওয়ার সময় গাড়ির তলায় পিষে গেল দাদা
- Reported by:BONOARILAL CHOWDHURY
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
গাড় কুয়াশার কারণেই দুর্ঘটনা ঘটেছে। সেই সময় রাস্তায় ভাল করে কিছু দেখা যাচ্ছিল
পূর্ব বর্ধমান: দুর্ঘটনার মধ্য দিয়ে শুরু হল এবারের মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষার্থী বোনকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিতে যাওয়ার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হল দাদার। চোখে জল নিয়েই জীবনের প্রথম বড় পরীক্ষায় বসল বোন। ঘটনাটি ঘটেছে ভাতারে।
আরও পড়ুন: ঐরাবতের সহচর্যে জীবনের প্রথম বড় পরীক্ষায়
এবারে মাধ্যমিক পরীক্ষার সময় দু’ঘণ্টা এগিয়ে আনা হয়েছে। ফলে সকাল ৯:৪৫ থেকে শুরু হচ্ছে পরীক্ষা। শীতের সকালে অনেক জায়গায় কুয়াশা থাকছে। মাধ্যমিকের প্রথম দিন তেমনই আবহাওয়া ছিল পূর্ব বর্ধমানের বিস্তীর্ণ এলাকায়। ঠান্ডা না থাকলেও এদিন জেলার বিভিন্ন এলাকা গাড় কুয়াশার চাদরে ঢাকা ছিল। এমন পরিস্থিতির মধ্যেই ভাতারের বেরুয়ার গ্রামের অরিজিৎ ঘোষ বোনকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেবে বলে বাড়ি থেকে বের হয়। মাধ্যমিক পরীক্ষার্থী বোন অন্যান্য আরও বেশ কয়েকজন সহপাঠীর সঙ্গে একটি মারুতি ভ্যানে চড়ে যাচ্ছিল। আর পিছনে বাইক নিয়ে আসছিল দাদা অরিজিৎ। এমন সময় উল্টো দিক থেকে একটি গ্যাসের গাড়ি এসে তাঁকে ধাক্কা মারে। স্থানীয়রা দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ওই যুবককে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, গাড় কুয়াশার কারণেই দুর্ঘটনা ঘটেছে। সেই সময় রাস্তায় ভাল করে কিছু দেখা যাচ্ছিল না। পুলিশ এসে ঘাতক গাড়িটিকে আটক করে। এদিকে দাদার মৃত্যু সংবাদ পেয়ে কাঁদতে কাঁদতেই পরীক্ষায় বসে বোন।
বনোয়ারীলাল চৌধুরী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Feb 02, 2024 7:48 PM IST







