Madhyamik Exam 2024: ঐরাবতের সহচর্যে জীবনের প্রথম বড় পরীক্ষায়

Last Updated:

হাতি চলাচলের পথ পেরিয়েই পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে হয়েছে মাধ্যমিক পরীক্ষার্থীদের। বিপদ এড়াতে এলিফ্যান্ট করিডোরে বাড়তি নজরদারির ব্যবস্থা করেছে বন দফতর

+
ঐরাবত

ঐরাবত এসকর্ট

পশ্চিম মেদিনীপুর: শুক্রবার শুরু হল মাধ্যমিক পরীক্ষা। অন্যান্য বছরে তুলনায় এবার পরীক্ষা শুরুর সময় দু’ঘণ্টা এগিয়ে এসেছে। এবার পরীক্ষা শুরু হচ্ছে সকাল ৯:৪৫ থেকে। ফলে সকালে ঘুম থেকে উঠেই তৈরি হয়ে কার্যত পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হতে হচ্ছে ছাত্র-ছাত্রীদের। এদিকে এত সকালে জঙ্গলমহলের রাস্তা দিয়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোটা কিছুটা হলেও ঝুঁকিপূর্ণ। কারণ হাতির ভয় থাকে। গত বছর মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন‌ই উত্তরবঙ্গের জলপাইগুড়িতে এক পরীক্ষার্থীর মৃত্যু হয়েছিল হাতির আক্রমণে। সেই স্মৃতি মনে রেখে এবার দক্ষিণের জঙ্গলমহলে পরীক্ষার্থীদের ঐরাবত এসকর্টের ব্যবস্থআ করেছে বন দফতর।
পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের বেশ কিছু জায়গায় হাতি চলাচলের পথ রয়েছে। মূল রাস্তার মধ্যেই রয়েছে এলিফ্যান্ট করিডোর। ফলে শুক্রবার সকালে সেই হাতি চলাচলের পথ পেরিয়েই পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে হয়েছে মাধ্যমিক পরীক্ষার্থীদের। বিপদ এড়াতে এলিফ্যান্ট করিডোরে বাড়তি নজরদারির ব্যবস্থা করেছে বন দফতর। তাদের ঐরাবত নামের বিশেষ গাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় হাজির হন বন কর্মীরা। এদিন হুটার বাজিয়ে ঐরাবত এসকর্ট করে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যায় মাধ্যমিক পরীক্ষার্থীদের।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
পশ্চিম মেদিনীপুরের শালবনি, গুড়গুড়িপাল, কলসিভাঙা, ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম, চাঁদাবিলা সহ একাধিক জায়গায় রয়েছে এলিফ্যান্ট করিডোর। এইসব জায়গায় মাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে বিশেষ নজরদারি ব্যবস্থা থাকছে বন দফতরের। পাশাপাশি থাকছে গাড়ির বন্দোবস্ত। দরকারে পরীক্ষার্থীদের গাড়ি করে পৌঁছে দেওয়া হবে পরীক্ষা কেন্দ্রে। প্রশাসনের এই ভূমিকা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন পরীক্ষার্থীদের অভিভাবকরা‌।
advertisement
রঞ্জন চন্দ
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Madhyamik Exam 2024: ঐরাবতের সহচর্যে জীবনের প্রথম বড় পরীক্ষায়
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement