ইতিহাসের প্রশ্নের সর্বোচ্চ মান আট। যেটা ৩+৫ , ৫+৩ অথবা পুরো ৮ নম্বরের আসতে পারে।
পুরো ৮ নম্বরের প্রশ্ন এলে সেক্ষেত্রে পুরো প্রশ্নটাকে কয়েকটা পয়েন্ট এ ভেঙে নিতে হবে। যেমন সিপাহী বিদ্রোহের প্রকৃতি আলোচনা কর? এক্ষেত্রে তিনটি গুরত্বপূর্ণ পয়েন্ট হল, প্রথমেই সূচনা অর্থাৎ একটি যথার্থ ভূমিকা দিতে হবে । দ্বিতীয় হল জাতীয়তাবাদী ঐতিহাসিকদের মতামত, এক্ষেত্রে একাধিক ঐতিহাসিকদের মতামত পয়েন্ট করে লিখতে হবে । তৃতীয় হল উপসংহার অর্থাৎ একটি যথার্থ ভাবে শেষ করতে হবে।
advertisement
আরও পড়ুন: সেজে উঠল থানা, ভিতরেই বিয়ের আসর! কী এমন ঘটল মথুরাপুরে, শুনলে চমকে উঠবেন
তাতেও শেষ হল না। প্রশ্নটির উত্তরে যদি কোনোভাবে ঐতিহাসিক ম্যাপ পয়েন্টিং দেওয়া যায়, তাহলে কিন্তু উত্তরটি অন্য পর্যায়ে চলে যাবে, ঠিক এমনটাই জানান বাঁকুড়া জেলা স্কুলের শিক্ষক।
আরও পড়ুন: ৯ বছর পর জামিন ৩ CPIM নেতার, নতুন করে শিরোনামে নেতাই কাণ্ড!
১) উত্তর টিকে যথার্থ পয়েন্টে ভেঙে নিতে হবে।
২) সূচনা, জাতীয়তাবাদী ঐতিহাসিকদের মতামত এবং উপসংহার
৩) জাতীয়তাবাদী ঐতিহাসিকদের মতামতে একাধিক ঐতিহাসিকের মতামত লিখতে হবে।
৪) ঐতিহাসিক ম্যাপ পয়েন্ট করে উত্তরের মান আরও ভাল করা যেতে পারে।