নবান্নে তরফে গাইডলাইনে এমনটাই নির্দেশিকা উল্লেখ করা হয়েছে বলেই সূত্রের খবর। সূত্রের খবর, গাইডলাইনে বলা হয়েছে কোনও জায়গায় যদি ইন্টারনেট বন্ধের প্রয়োজন হয়, তাহলে পর্ষদ ব্যাখ্যা দেবে কেন ইন্টারনেট বন্ধের প্রয়োজন রয়েছে। তারপরই সংশ্লিষ্ট এলাকায় ইন্টারনেট বন্ধের ব্যাপারে রাজ্য স্বরাষ্ট্র দফতর সিদ্ধান্ত নেবে। প্রত্যেক বছরই মধ্যশিক্ষা পর্ষদ স্পর্শকাতর অঞ্চল হিসেবে কিছু এলাকা চিহ্নিত করে।
advertisement
এবারের মাধ্যমিক পরীক্ষায় গতবারের তুলনায় প্রায় চার লক্ষ পরীক্ষার্থীর সংখ্যা কমেছে। পরীক্ষার্থী সংখ্যা পরীক্ষা কেন্দ্রের সংখ্যা দেওয়ার পাশাপাশি রাজ্যের তরফে নিরাপত্তা বিষয়ক একাধিক গাইডলাইন দেওয়া হয়েছে। গাইডলাইনে বলা হয়েছে মাধ্যমিকের প্রশ্নপত্র নেওয়ার সময় থাকবে পুলিশি নিরাপত্তা। পরীক্ষা চলাকালীন সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি বিশেষভাবে নজর রাখতে হবে জেলাশাসক ও পুলিশ সুপারদের। কোনরকম আইনশৃঙ্খলা সংক্রান্ত সমস্যা হলে পুলিশ সুপারদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
কোনরকম ফ্রিস্কিং পরীক্ষা কেন্দ্রে না করা হলেও, ছাত্র-ছাত্রীরা যাতে কোনরকম ইলেকট্রনিক গ্যাজেট না নিয়ে ঢুকতে পারে সেদিকে পুলিশ নজরদারি করবে। মধ্যশিক্ষা পর্ষদ স্পর্শকাতর অঞ্চল তালিকা জেলাশাসকদের দেবে। সেই অনুযায়ী পদক্ষেপ করতে হবে সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে।
পরীক্ষা চলাকালীন সময়ে কোনও লাউড স্পিকার ব্যবহার করা যাবে না।
প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে থাকবে একজন করে সরকারি আধিকারিক এবং সে নজরদারি করবেন পরীক্ষা পরিচালনার যাবতীয় বিষয়ের ওপর।
সূত্রের খবর, গাইডলাইনে বলা হয়েছে ওই সরকারি আধিকারিক হবে অফিসার ব়্যাঙ্কেরই কোনও আধিকারিক। ইতিমধ্যেই জেলাশাসকের নেতৃত্বে প্রত্যেকটি জেলায় একটি করে কমিটি তৈরি করা হয়েছে। এই কমিটি গোটা জেলার পরীক্ষা ব্যবস্থা শান্তিপূর্ণভাবে হচ্ছে নাকি সেটা খতিয়ে দেখবে। প্রত্যেকটি জেলাতেই পর্ষদের কন্ট্রোল রুম থাকবে।
আরও পড়ুন, সামনেই মাধ্যমিক! থাকবে একাধিক নিয়ম, দেখে নিন একনজরে
আরও পড়ুন, মাধ্যমিক পরীক্ষার আগে অঘটন, বাঁকুড়া জেলায় বড় শতাংশের পরীক্ষার্থী 'ভ্যানিশ'!
সেই কন্ট্রোল রুমগুলিতে কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশের তরফে একজন করে পুলিশের আধিকারিক থাকবেন যাতে সংযোগ স্থাপন ভালো হয়। পরিবহন দফতরকে বাসের ব্যবস্থা পর্যাপ্ত রাখতে হবে, যাতে ছাত্রছাত্রীদের পৌঁছাতে সুবিধা হয়। সবমিলিয়ে এই গাইডলাইন অনুযায়ী প্রত্যেকটি জেলাকে বিশেষভাবে ব্যবস্থা নিতে বলল নবান্ন।