ভূগোলে ভাল নাম্বার পেতে ছাত্র-ছাত্রীদের জন্য শেষ মুহূর্তের টিপস রামকৃষ্ণ মিশনের অভিজ্ঞ শিক্ষকের। তিনি জানিয়েছেন, ম্যাপ পয়েন্টিং-এর উপর বিশেষ জোর দিতে হবে। টেক্সট বুক অনুশীলন করার সময় প্রতিটা জায়গায় কি-ওয়ার্ডগুলি আন্ডারলাইন করে রাখতে হবে। প্রাকৃতিক ভূগোল ও আঞ্চলিক ভূগোল এই দুটি অধ্যায়ের উপর বিশেষ নজর দিতে হবে। প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি উপযুক্ত ডায়াগ্রাম দিতে হবে তাহলে ফুল মার্কস পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে।
advertisement
আরও পড়ুন: এই প্রথম সিলেবাসে অন্তর্ভুক্ত হল পর্যটন, ছক ভাঙল উত্তরবঙ্গের স্কুল!
আরও পড়ুন: মাধ্যমিকে জীবনবিজ্ঞানে সবচেয়ে বেশি নম্বর পাওয়া যাবে কী ভাবে? টিপস দিলেন নাম করা শিক্ষক
বিগত বছরে করোনার কারণে বেশ কিছু অধ্যায় বাদ পড়েছিল সেই অধ্যায়গুলি এই বছর যথেষ্ট গুরুত্বপূর্ণ সেগুলোর উপরেও নজর দিতে হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে দুর্দান্ত রেজাল্টের জন্য বরাবরই পুরুলিয়ার রামকৃষ্ণ মিশন শিখরে থাকে। এ বছরও তার কিছু ব্যতিক্রম হবে না বলে আশা রাখছেন স্কুলের শিক্ষকরা। পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের শিক্ষকের এই টিপস ছাত্র-ছাত্রীদের জন্য যথেষ্ট কার্যকরী হবে বলে আশা করে স্কুল।
শর্মিষ্ঠা ব্যানার্জি