মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড কবে থেকে পাওয়া যাবে, তা জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড বিতরণ করা হবে ২০ জানুয়ারি, মঙ্গলবার। ওই দিন সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পর্ষদের ৪৮টি ক্যাম্প অফিস থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করা যাবে। পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনও পর্যন্ত পরীক্ষায় বসার জন্য প্রায় ১০ লক্ষের কাছাকাছি পরীক্ষার্থীর নাম নথিভুক্ত হয়েছে। নির্ধারিত দিনে স্কুল কর্তৃপক্ষের মাধ্যমেই এই অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে।
advertisement
MBBS ফেল! গত ১১ বছর ধরে প্রথম বর্ষেই আটকে ছাত্র! ন্যাশনাল মেডিক্যাল কমিশনের দ্বারস্থ কলেজ কর্তৃপক্ষ
ঠান্ডায় বেরোলে সাপের শরীরে কী হয়? শীতে ২৪ ঘণ্টা সাপেরা কী করে? জানলে শিউরে উঠবেন!
১০ ডিগ্রিতে নামল পারদ! কলকাতায় এই প্রথম কি এত ঠান্ডা? এখনও ‘সর্বনিম্ন’ রেকর্ড নয়, বলছে আবহাওয়া দফতর
পর্ষদ ইতিমধ্যেই পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে। তবে ফিজ়িক্যাল এডুকেশন, সোশ্যাল সার্ভিস এবং ওয়ার্ক এডুকেশন (কর্মশিক্ষা)—এই তিন বিষয়ের পরীক্ষার দিনক্ষণ পরে জানানো হবে। প্রথম ভাষার পরীক্ষার ক্ষেত্রে বাংলা ও ইংরেজির পাশাপাশি আরও ১১টি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। দ্বিতীয় ভাষা হিসেবে পরীক্ষার্থীরা ইংরেজি, বাংলা এবং নেপালি ভাষার মধ্যে যে কোনও একটি বেছে নিতে পারবে।
বিশেষ বিষয়ের পরীক্ষার সময়সূচিও স্পষ্ট করা হয়েছে। মিউজ়িক (ভোকাল ও ইন্সট্রুমেন্টাল) পরীক্ষার সময় হবে ২ ঘণ্টা ১৫ মিনিট। কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ের থিয়োরি পরীক্ষা হবে ২ ঘণ্টা ৪৫ মিনিট ধরে। ভোকেশনাল বিষয়গুলির ক্ষেত্রে নির্ধারিত সময় ১ ঘণ্টা ৪৫ মিনিট।
পর্ষদের তরফে পরীক্ষার্থীদের নির্ধারিত নিয়ম মেনে অ্যাডমিট কার্ড সংগ্রহ ও পরীক্ষার প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
