কীভাবে লিখতে হবে পরীক্ষায়? কোন প্রশ্ন থেকে পাওয়া যাবে ছাঁকা নম্বর? তার বিস্তারিত বর্ণনা দেন শিক্ষক। কী কী শেষ মুহূর্তে প্রস্তুতির টিপস দিলেন, জেনে নিন বিস্তারিত।
ইংরেজি বিষয়ে অঙ্কের মতো ভাল নম্বর পাওয়া যায়। ১০০ তে ১০০ নম্বর পেতে গেলে পরিষ্কার খাতা, নির্দিষ্ট পয়েন্ট ধরে উত্তর লেখা, সিন কিংবা আনসিন প্যাসেজ খুঁটিয়ে পড়া, নির্দিষ্ট প্রশ্নের উত্তর লেখা, পরিষ্কার বাক্য গঠন করে রাইটিং লিখলে খুব ভাল নম্বর পাওয়া যাবে, মাধ্যমিকে। শিক্ষকের মতে প্রথমে গিয়ে, প্রশ্নপত্র ভাল ভাবে খুঁটিয়ে পড়তে হবে।
advertisement
আরও পড়ুন: রেকর্ড দাম বৃদ্ধির পর এবার কি সস্তা হবে রুপো? জেনে নিন বিনিয়োগকারীদের এখন কী করা উচিত
এছাড়াও ট্রু/ফলস প্রশ্নের জন্য লিখতে হবে সাপোর্টিং সেন্টেন্স। এছাড়াও নির্দিষ্ট তথ্য দেওয়া রাইটিং প্যাসেজ লিখতে হবে যার ফলে মিলতে পারে ছাঁকা নম্বর। স্বাভাবিকভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে লেখা এবং খাতার যথাযথ মান ঠিক রাখা, প্রয়োজনীয় তথ্য অনুযায়ী লিখলে অনায়াসে ভাল নম্বর পাওয়া যাবে মাধ্যমিকের ইংরেজি পরীক্ষায়।
স্বাভাবিকভাবে শেষ মুহূর্তের জন্য শিক্ষকের এই ছোট ছোট টিপস মানলে অতি সহজে পাশ নাম্বার পাওয়া এবং ১০০ তে ১০০ পাওয়া যাবে খুব সহজে।





