তিনি বলে দিলেন খুব সহজেই ঠিক কীভাবে সহজে স্বচ্ছভাবে খাতায় লেখার পাশাপাশি কম সময়ে পুরো সিলেবাসটি কমপ্লিট করা যাবে। ভৌত বিজ্ঞান বিষয়টি খুব ভাল স্কোর করার মতো বিষয়। তবে যদি ঠিকমতো পড়াশোনা না করা হয় নম্বর খুব কম হতে পারে। সেজন্য ভৌত বিজ্ঞানে ভাল রেজাল্ট করার জন্য প্রথম শর্ত হল পুরো বইটা একবার পড়ে নেওয়া। হাতের লেখা খুব ভাল না হলেও খাতা পরিষ্কার রাখতে হবে।
advertisement
আরও পড়ুন: রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিনে বিনামূল্যে ধোসা! কোথায় পাবেন? রইল ঠিকানা
আরও পড়ুন: এশিয়ার প্রথম চা বাগান যেখানে সৌরশক্তিতেই হবে সমস্ত কাজ! কমবে খরচ
ভাল নম্বর পাওয়ার সহজ ক’টি উপায়
১) পুরো বইটা একবার রিভিশন দিতে হবে।
২) হাতের লেখা খুব ভাল না হলেও খাতা পরিষ্কার রাখতে হবে।
৩) পরীক্ষার খাতার দুদিকে মার্জিন টানতে হবে।
৪) ভৌত বিজ্ঞানের রেখচিত্রের জন্য পেনসিল ব্যবহার করতে হবে।
জুলফিকার মোল্যা