আরও পড়ুন: পুলিশের গাড়িতে মুখোমুখি ধাক্কা ডাম্পারের! ভয়ঙ্কর অবস্থা ওসি’র, প্রাণ গেল চালকের
টুকলি শব্দটার সঙ্গে পরীক্ষার এক ওতোপ্রোত সম্পর্ক। বরাবরই পরীক্ষার্থীদের একাংশ অসৎ উপায় অবলম্বন করে টুকলির সাহায্যে পাস করার বা ভাল নম্বর পাওয়ার চেষ্টা করে এসেছে। কিন্তু শনিবার মাধ্যমিক পরীক্ষা শেষে রামপুরহাটের রাস্তায় যারা দেখা গেল তাকে ‘টুকলির সমুদ্র’ বললে ভুল হবে না! স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে পারে, মাধ্যমিক পরীক্ষাকে স্বচ্ছ করতে পর্ষদের এত ঢাক ঢাক গুড় গুড় করে লাভটা কী হল?
advertisement
মাধ্যমিক পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, পরীক্ষার্থীরা যাতে নকল করতে না পারে তার জন্য একাধিক পদক্ষেপ করেছে মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষাকেন্দ্রে সিসি টিভি ক্যামেরা বসানো, পরীক্ষার্থীদের পেন, পেন্সিল ছাড়া অন্য কিছু নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে না দেওয়া, যাবতীয় ইলেকট্রনিক্স গ্যাজেট নিষিদ্ধ করে দেওয়া সত্ত্বেও টুকলি আটকানো যাচ্ছে না! এদিন পরীক্ষা শেষে রামপুরহাটের এক মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রের বাইরে বেরিয়ে রীতিমত তাণ্ডব চালাল একদল পরীক্ষার্থী। তাদের পকেট, শরীরের বিভিন্ন অংশ থেকে বেরিয়ে এল টুকলির গোছা গোছা ছেঁড়া কাগজ। মুহূর্তের মধ্যে গোটা এলাকাটা যেন সাদা রঙে ভরে যায়। রাস্তাঘাট, নর্দমা সর্বত্র টুকলির কাগজে ঢেকে গিয়েছিল।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এই দৃশ্য দেখে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে মাধ্যমিক পরীক্ষা নিয়ে লাভটা কী হচ্ছে। পাশাপাশি ইনভিজিলেটর বা যে শিক্ষকরা গার্ড দেন তাঁদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। টুকলি আটকানোর ক্ষেত্রে পর্ষদের সুনির্দিষ্ট কঠোর নির্দেশিকা থাকা সত্ত্বেও কেন ব্যবস্থা নিচ্ছেন না তা নিয়ে বিস্মিত শিক্ষা মহল।
সৌভিক রায়