TRENDING:

Madhyamik 2024: মাধ্যমিকের শেষ দিন 'টুকলি সন্ত্রাস'! পরীক্ষা নিয়ে লাভ কী

Last Updated:

মাধ্যমিক পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, পরীক্ষার্থীরা যাতে নকল করতে না পারে তার জন্য একাধিক পদক্ষেপ করেছে মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষাকেন্দ্রে সিসি টিভি ক্যামেরা বসানো, পরীক্ষার্থীদের পেন, পেন্সিল ছাড়া অন্য কিছু নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে না দেওয়া

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: শনিবার শেষ হল এবারের মাধ্যমিক। শেষ দিন ছিল ভৌতবিজ্ঞান পরীক্ষা। এবারের মাধ্যমিকের শুরুটাই বিতর্কের মধ্য দিয়ে হয়েছে। একে তো পরীক্ষা শুরুর কদিন আগে হঠাৎই সকাল ১১:৪৫-এর পরিবর্তে ৯:৪৫ থেকে পরীক্ষা শুরু হবে বলে ঘোষণা করা হয়। তার উপর মধ্যশিক্ষা পর্ষদের শত কড়াকড়ি সত্ত্বেও প্রথম দিন থেকেই পরীক্ষা চলাকালীন ফাঁস হয়ে যেতে থাকে প্রশ্নপত্র। পরীক্ষার্থীদেরই একাংশ পরীক্ষাকেন্দ্র থেকে মোবাইলে ছবি তুলে বাইরে পাচার করে দেয় প্রশ্ন। তবে পরীক্ষা চলার মধ্যেই ধরা পড়ে গিয়েছে ‘কালপ্রিট’ ছাত্ররা। কারণ এই প্রথম প্রশ্ন ফাঁস হওয়া ঠেকাতে প্রশ্নপত্রের উপর বিশেষ ধরনের কিউআর কোড বসিয়েছিল পর্ষদ। কিন্তু এত চেষ্টা চরিত্র যে বিশেষ কাজে আসেনি তা মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর আরও একবার প্রমাণ হয়ে গেল। শেষ দিনের দৃশ্য দেখলে চোখ কপালে উঠতে পারে।
নকলে ভর্তি স্কুলের বাইরের চত্বর
নকলে ভর্তি স্কুলের বাইরের চত্বর
advertisement

আরও পড়ুন: পুলিশের গাড়িতে মুখোমুখি ধাক্কা ডাম্পারের! ভয়ঙ্কর অবস্থা ওসি’র, প্রাণ গেল চালকের

টুকলি শব্দটার সঙ্গে পরীক্ষার এক ওতোপ্রোত সম্পর্ক। বরাবরই পরীক্ষার্থীদের একাংশ অসৎ উপায় অবলম্বন করে টুকলির সাহায্যে পাস করার বা ভাল নম্বর পাওয়ার চেষ্টা করে এসেছে। কিন্তু শনিবার মাধ্যমিক পরীক্ষা শেষে রামপুরহাটের রাস্তায় যারা দেখা গেল তাকে ‘টুকলির সমুদ্র’ বললে ভুল হবে না! স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে পারে, মাধ্যমিক পরীক্ষাকে স্বচ্ছ করতে পর্ষদের এত ঢাক ঢাক গুড় গুড় করে লাভটা কী হল?

advertisement

মাধ্যমিক পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, পরীক্ষার্থীরা যাতে নকল করতে না পারে তার জন্য একাধিক পদক্ষেপ করেছে মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষাকেন্দ্রে সিসি টিভি ক্যামেরা বসানো, পরীক্ষার্থীদের পেন, পেন্সিল ছাড়া অন্য কিছু নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে না দেওয়া, যাবতীয় ইলেকট্রনিক্স গ্যাজেট নিষিদ্ধ করে দেওয়া সত্ত্বেও টুকলি আটকানো যাচ্ছে না! এদিন পরীক্ষা শেষে রামপুরহাটের এক মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রের বাইরে বেরিয়ে রীতিমত তাণ্ডব চালাল একদল পরীক্ষার্থী। তাদের পকেট, শরীরের বিভিন্ন অংশ থেকে বেরিয়ে এল টুকলির গোছা গোছা ছেঁড়া কাগজ। মুহূর্তের মধ্যে গোটা এলাকাটা যেন সাদা রঙে ভরে যায়। রাস্তাঘাট, নর্দমা সর্বত্র টুকলির কাগজে ঢেকে গিয়েছিল।

advertisement

View More

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

এই দৃশ্য দেখে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে মাধ্যমিক পরীক্ষা নিয়ে লাভটা কী হচ্ছে। পাশাপাশি ইনভিজিলেটর বা যে শিক্ষকরা গার্ড দেন তাঁদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। টুকলি আটকানোর ক্ষেত্রে পর্ষদের সুনির্দিষ্ট কঠোর নির্দেশিকা থাকা সত্ত্বেও কেন ব্যবস্থা নিচ্ছেন না তা নিয়ে বিস্মিত শিক্ষা মহল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

সৌভিক রায়

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Madhyamik 2024: মাধ্যমিকের শেষ দিন 'টুকলি সন্ত্রাস'! পরীক্ষা নিয়ে লাভ কী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল