পূর্ব বর্ধমান জেলার মেমারি ১ ব্লকের অন্তর্গত নুদীপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র জগন্নাথ মান্ডি এ বছর মাধ্যমিক পরীক্ষায় বসেছে বাগিলা পূর্ণ চন্দ্র স্মৃতি বিদ্যামন্দির স্কুলে। মেমারি সিমলা এলাকার বাসিন্দা জগন্নাথ মান্ডি জানিয়েছে, ভবিষ্যতে শিক্ষক হওয়ার ইচ্ছা তাঁর। এ বছর মাধ্যমিক পরীক্ষা পায়ের দ্বারা পেন দিয়ে লিখে পরীক্ষা দিচ্ছে সে।
Check: পশ্চিমবঙ্গ মাধ্যমিক 10 তম ফলাফল 2023
advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জগন্নাথের বাড়ির আর্থিক অবস্থা ভাল নয়। তাও দৈনন্দিন জীবনে অভাব অনটনকে সঙ্গী করেই এগিয়ে চলেছে সিমলার জগন্নাথ। এ বিষয়ে জগন্নাথের ঠাকুমা বলেন, “আমার ভাল লাগছে জগন্নাথ এ ভাবে এগিয়ে চলেছে। আমি সরাজীবন বেঁচে থাকব না, তাই জগন্নাথের ভাল কিছু হলেই ভাল হয়।” তিনি আরও বলেন, জগন্নাথের পড়াশোনা ও পোশাকের খরচা শুধু বাবা দেন, বাকি যাবতীয় সব খরচ চালান জগন্নাথের মা।
বাগিলা পূর্ণ চন্দ্র সৃতি বিদ্যামন্দির স্কুলের প্রধান শিক্ষিকা অনন্যা তরফদার বলেন, জগন্নাথ মান্ডির লেখার ধরন খুব সুন্দর এবং এই প্রতিবন্ধকতাকে জয় করে জগন্নাথ মান্ডি যেভাবে এগিয়ে যাচ্ছে, তাতে করে বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীরা জগন্নাথ মান্ডিকে দেখে অনুপ্রাণিত হবে।
Bonoarilal Chowdhury