Madhyamik: মাধ্যমিক চলাকালীনই রাতারাতি গুরুত্বপূর্ণ নির্দেশিকা পর্ষদের! CCTV ফুটেজ নিয়ে বড় বার্তা পরীক্ষা কেন্দ্রগুলিকে...

Last Updated:

Madhyamik: সকাল সাড়ে ন'টা থেকে দুপুর একটা পর্যন্ত পরীক্ষা কেন্দ্রগুলিতে কারা প্রবেশ করছেন সেই সংক্রান্ত ফুটেজ সংরক্ষণ বাধ্যতামূলক বলেই বিভিন্ন জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শকদেরও চিঠি দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। সোমবার রাতেই এই চিঠি দেওয়া হয়েছে বলেই পর্ষদ সূত্রে খবর।

মাধ্যমিক নিয়ে বড় নির্দেশ!
মাধ্যমিক নিয়ে বড় নির্দেশ!
কলকাতা: মাধ্যমিকের ইংরেজি প্রশ্নপত্র পরীক্ষা শুরু হওয়ার পর সোশ্যাল সাইটে ভাইরাল হওয়ার ঘটনার জেরে এবার বড় সিদ্ধান্ত বোর্ডের। ঘটনার পরপরই পরীক্ষা নিয়ে আরও বিশেষভাবে সতর্ক মধ্যশিক্ষা পর্ষদ। সোমবার রাতেই মধ্যশিক্ষা পর্ষদের তরফে বিভিন্ন জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শকদের একটি বিশেষ নির্দেশিকা দেওয়া হয়। সেই নির্দেশিকাতেই সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষা চলাকালীন সময় সকাল সাড়ে নটা থেকে দুপুর ১ টা পর্যন্ত সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করা বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করে পর্ষদ চাইলে তা তাদের দিতে হবে বলেও পরীক্ষা কেন্দ্রগুলিকে বিশেষ নির্দেশ দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদের তরফে আরো এক দফা গাইডলাইন দেওয়া হয়েছে।
গাইডলাইনে বলা হয়েছে পরীক্ষা কেন্দ্রের প্রবেশের সময় ওই কেন্দ্রে যে কোনও শিক্ষক শিক্ষিকা প্রত্যেক পরীক্ষার্থীকে পুলিশের উপস্থিতিতে ভালভাবে দেখবেন এবং তারপরেই প্রবেশের অনুমতি দেবেন। প্রত্যেকটি পরীক্ষা কক্ষে নজরদারি শিক্ষকরা ভালোভাবে নজরদারি করবেন। পরীক্ষা কেন্দ্রের বিভিন্ন ঘরের দরজা জানালা গুলি খোলা রাখতে হবে। বিভিন্ন ঘর সংলগ্ন বারান্দায় ঘুরে ঘুরে নজরদারি করার জন্য পরীক্ষা কেন্দ্রের শিক্ষকদের নিয়ে একটি দল তৈরি করতে হবে। কোন অবস্থাতেই কোন অবাঞ্ছিত ব্যক্তিকে পরীক্ষা কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে দেওয়া যাবে না। সিক রুম এবং হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্রগুলিতে পরীক্ষা গ্রহণ প্রক্রিয়া যাতে যথাযথভাবে হয় সেদিকে নজর রাখতে হবে।
advertisement
advertisement
পরীক্ষা কেন্দ্রে যারা নজরদারির দায়িত্ব পেয়েছেন তারা মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে আসেননি তার জন্য একটু লগ বুক রাখতে হবে। পরীক্ষার দিনগুলির প্রতিটি সিসিটিভি ফুটেজ সংরক্ষণ রাখতে হবে। মধ্যশিক্ষা পর্ষদের তরফে সোমবার রাতেই কয়েক দফা গাইডলাইন দেওয়া হয়েছে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলিকে। মঙ্গলবার থেকে ফের পুরোদমে শুরু হয়েছে মাধ্যমিক। আগামী ৪ঠা মার্চ শেষ হবে চলতি বছরের মাধ্যমিকের লিখিত পরীক্ষা। অন্যদিকে মঙ্গলবার কলকাতার কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Madhyamik: মাধ্যমিক চলাকালীনই রাতারাতি গুরুত্বপূর্ণ নির্দেশিকা পর্ষদের! CCTV ফুটেজ নিয়ে বড় বার্তা পরীক্ষা কেন্দ্রগুলিকে...
Next Article
advertisement
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্ক করল নবান্ন
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্কতা
  • মুখ্য সচিব পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তার গুণমান বজায় রাখতে কড়া নির্দেশ দিয়েছেন.

  • ৯০০০ কিমি নতুন গ্রামীণ রাস্তা নির্মাণে বিশেষ নজর দেবে রাজ্য প্রশাসন.

  • জেলা ও রাজ্য স্তর থেকে বিশেষ টিম রাস্তাগুলির মান যাচাই করবে বলে নির্দেশ জারি হয়েছে.

VIEW MORE
advertisement
advertisement