হোম » ছবি » লাইফস্টাইল » আপনার ওজন ঠিক আছে তো? বয়স অনুযায়ী কত ওজন থাকলেই আপনি 'Perfect'? রইল ওয়েট চার্ট..

Weight chart || Weight Loss Tips: আপনার ওজন ঠিক আছে তো? বয়স অনুযায়ী কত ওজন থাকলেই আপনি 'Perfect'? রইল বিশেষজ্ঞের ওয়েট চার্ট...

  • 116

    Weight chart || Weight Loss Tips: আপনার ওজন ঠিক আছে তো? বয়স অনুযায়ী কত ওজন থাকলেই আপনি 'Perfect'? রইল বিশেষজ্ঞের ওয়েট চার্ট...

     অতিরিক্ত ওজন শুধু শারীরিক নয় মানসিক চাপও বাড়ায়। অতিরিক্ত ওজনের কারণে অনেকেই স্বাভাবিক জীবন অতিবাহিত করতে পারেন না। বাড়ে রোগ-অসুস্থতাও। দৈনন্দিন জীবনে স্বাভাবিক কাজকর্মের জন্য শরীরের ওজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    MORE
    GALLERIES

  • 216

    Weight chart || Weight Loss Tips: আপনার ওজন ঠিক আছে তো? বয়স অনুযায়ী কত ওজন থাকলেই আপনি 'Perfect'? রইল বিশেষজ্ঞের ওয়েট চার্ট...

    চিকিৎসক থেকে সাধারণ মানুষ আমরা সকলেই কম বেশি জানি যে শরীরে মেদ জমা ভাল নয়। তাই সুস্থ জীবনযাপনের জন্য প্রত্যেকরই একটি নির্দিষ্ট শারীরিক ওজন বজায় রাখা দরকার। এখন প্রশ্ন হচ্ছে কোন বয়সে কী রকম ওজন থাকা উচিত? এই বিষয়টি নিয়ে প্রচুর পরস্পরবিরোধী মতামত রয়েছে। আজকের এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী প্রতিটি ব্যক্তির ক্ষেত্রে তাঁর বয়স অনুযায়ী কেমন ওজন থাকা কাম্য।

    MORE
    GALLERIES

  • 316

    Weight chart || Weight Loss Tips: আপনার ওজন ঠিক আছে তো? বয়স অনুযায়ী কত ওজন থাকলেই আপনি 'Perfect'? রইল বিশেষজ্ঞের ওয়েট চার্ট...

    বিএমআই অর্থাৎ বডি মাস ইনডেক্স :আমাদের দেহের ওজন কত হওয়া উচিত, তার কয়েকটি মাত্রা রয়েছে। কোনও ব্যক্তির ওজন ও উচ্চতাকে ব্যবহার করে এই মাত্রা নির্ধারিত হয়। ফলে জানা যায় যে প্রয়োজনের তুলনায় তার ওজন কম নাকি বেশি?

    MORE
    GALLERIES

  • 416

    Weight chart || Weight Loss Tips: আপনার ওজন ঠিক আছে তো? বয়স অনুযায়ী কত ওজন থাকলেই আপনি 'Perfect'? রইল বিশেষজ্ঞের ওয়েট চার্ট...

    সহজ ভাষায় বিএমআই নির্ধারণের অঙ্কটা হল- শরীরের ওজনকে (কেজি) উচ্চতার (মিটার) বর্গফল দিয়ে ভাগ করা। অর্থাৎ কারও ওজন ৮০ কেজি হলে এবং উচ্চতা ১.৮ মিটার (৬ ফুট) হলে ওই ব্যক্তির বিএমআই হবে ২৪.৭। সাধারণত এক্ষেত্রে ১৮-২৫ কে আদর্শ মাত্রা ধরা হয়। ২৫-৩০ মানে ওজন বেশি এবং ৩০ এর বেশি মানে খুব মোটা ধরা হয়। অর্থাৎ বড়দের ক্ষেত্রে বিভিন্ন বয়সে দেহের ওজন এই বিএমআই অনুযায়ী হওয়া উচিত।

    MORE
    GALLERIES

  • 516

    Weight chart || Weight Loss Tips: আপনার ওজন ঠিক আছে তো? বয়স অনুযায়ী কত ওজন থাকলেই আপনি 'Perfect'? রইল বিশেষজ্ঞের ওয়েট চার্ট...

    ব্যতিক্রম ভারতীয়রা : উপরের আন্তর্জাতিক বিএমআই মানদণ্ডটা মূলত পাশ্চাত্যের কথা মাথায় রেখে তৈরি। এশিয়দের ক্ষেত্রে কিন্তু এর কিছু পরিবর্তন করা হয়েছে। কারণ পাশ্চাত্য সমাজের তুলনায় অধিকাংশ ক্ষেত্রেই আমাদের উচ্চতা কম হয়, শরীরে পেশির পরিমাণ কম থাকে ও মেদ বেশি থাকে। আমাদের দেশের ক্ষেত্রে বিএমআই ২৩ এর বেশি হলে তার ওজন বেশি ধরা হয়। আর সেটা ২৫ এর বেশি হলে তাকে ‘ওবিস’ বলা হয়।

    MORE
    GALLERIES

  • 616

    Weight chart || Weight Loss Tips: আপনার ওজন ঠিক আছে তো? বয়স অনুযায়ী কত ওজন থাকলেই আপনি 'Perfect'? রইল বিশেষজ্ঞের ওয়েট চার্ট...

    বিএমআই নাকি ওজনতাহলে কি ওজন মাপা প্রয়োজন নাকি বিএমআই? দেহের মেদ, অস্থি এবং পেশির মধ্যে কার ওজন বেশি, সেটা আলাদা করে বোঝার কোনও উপায় নেই। কোনো বডি বিল্ডারের চেহারা হয়তো ছোটখাট কিন্তু শরীরে পেশি (মাসল মাস) বেশি হওয়ার কারণে ওজন বেশি হতে পারে। তার মানে কিন্তু তিনি মোটা নন। আবার সারাদিন অফিসে বসে কাজ করছেন এমন একজন মানুষের শরীরে মেদ বেশি হলে তাকে মোটা বলা হয়। অর্থাৎ কেউ ‘মোটা’ কি না এই ধারণার সঙ্গে মূলত শারীরিক মেদের একটা যোগসূত্র রয়েছে।

    MORE
    GALLERIES

  • 716

    Weight chart || Weight Loss Tips: আপনার ওজন ঠিক আছে তো? বয়স অনুযায়ী কত ওজন থাকলেই আপনি 'Perfect'? রইল বিশেষজ্ঞের ওয়েট চার্ট...

    তাই বিএমআই ছাড়াও আলাদা করে শরীরের ফ্যাট মাস মাপাটা বেশি গুরুত্বপূর্ণ। সেটা বাড়িতে সহজেই পরীক্ষা করা সম্ভব। পেটের কাছে নাভি বরাবর যে পরিধি, তা যদি যথাক্রমে ৮০ সেন্টিমিটার (মহিলাদের ক্ষেত্রে) ও ৯০ সেন্টিমিটারের (পুরুষদের ক্ষেত্রে) বেশি হয়, তাহলে ওই ব্যক্তিকে মোটা বলা যেতে পারে।

    MORE
    GALLERIES

  • 816

    Weight chart || Weight Loss Tips: আপনার ওজন ঠিক আছে তো? বয়স অনুযায়ী কত ওজন থাকলেই আপনি 'Perfect'? রইল বিশেষজ্ঞের ওয়েট চার্ট...

    বয়স অনুযায়ী ওজনএক কথায় এই প্রশ্নের উত্তর দেওয়া কঠিন। কারণ বয়স, উচ্চতা, পুষ্টি, দেহের গড়ন ও আরও বিভিন্ন ফ্যাক্টরের উপর কোনও ব্যক্তির ওজন নির্ভর করে। সাধারণত মধ্য বয়স থেকে আমাদের ওজন বাড়তে থাকে। সেটা যাতে না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। যেকোনও বয়সে দেহের ওজনকে স্থিতিশীল রাখার চেষ্টা করতে হবে। আদর্শ ওজনের ধারণার জন্য বিএমআই-এর সাহায্য নেয়া যেতে পারে।

    MORE
    GALLERIES

  • 916

    Weight chart || Weight Loss Tips: আপনার ওজন ঠিক আছে তো? বয়স অনুযায়ী কত ওজন থাকলেই আপনি 'Perfect'? রইল বিশেষজ্ঞের ওয়েট চার্ট...

    বয়স                      পুরুষ                মহিলা   
    নবজাতক          ৩.৩ কেজি           ৩.৩ কেজি
    ২ থেকে ৫ মাস    ৬ কেজি           ৫.৪ কেজি
    ৬ থেকে ৮ মাস      ৭.২ কেজি          ৬.৫ কেজি
    ৯ মাস থেকে ১ বছর    ১০ কেজি   ৯.৫ কেজি
    ২ থেকে ৫ বছর ১২. ৫ কেজি   ১১.৮ কেজি

    MORE
    GALLERIES

  • 1016

    Weight chart || Weight Loss Tips: আপনার ওজন ঠিক আছে তো? বয়স অনুযায়ী কত ওজন থাকলেই আপনি 'Perfect'? রইল বিশেষজ্ঞের ওয়েট চার্ট...

    ৬ থেকে ৮ বছর    ১৪- ১৮.৭ কেজি  ১৪-১৭ কেজি
    ৯ থেকে ১১ বছর    ২৮- ৩১ কেজি   ২৮- ৩১ কেজি
    ১২ থেকে ১৪ বছর    ৩২- ৩৮ কেজি   ৩২- ৩৬ কেজি
    ১৫ থেকে ২০ বছর    ৪০-৫০ কেজি      ৪৫ কেজি
    ২১ থেকে ৩০ বছর ৬০-৭০ কেজি   ৫০-৬০ কেজি

    MORE
    GALLERIES

  • 1116

    Weight chart || Weight Loss Tips: আপনার ওজন ঠিক আছে তো? বয়স অনুযায়ী কত ওজন থাকলেই আপনি 'Perfect'? রইল বিশেষজ্ঞের ওয়েট চার্ট...

    ৩১ থেকে ৪০ বছর    ৫৯-৭৫ কেজি ৫০-৬০কেজি
    ৪১ থেকে ৫০ বছর    ৬০-৭০ কেজি   ৫৯- ৬৩ কেজি
    ৫১ থেকে ৬০ বছর    ৬০-৭০ কেজি   ৫৯-৬৩ কেজি

    MORE
    GALLERIES

  • 1216

    Weight chart || Weight Loss Tips: আপনার ওজন ঠিক আছে তো? বয়স অনুযায়ী কত ওজন থাকলেই আপনি 'Perfect'? রইল বিশেষজ্ঞের ওয়েট চার্ট...

    মাত্রাতিরিক্ত ওজন কমানোর বিপদ: ওজন কমাতে অনেকেই কঠোর ডায়েট মেনে চলেন। এক্ষেত্রে সাময়িকভাবে ওজন কমে। কারণ খাবার কম খেলে পেশির গ্লাইকোজেন ভাঙতে শুরু করে। কিন্তু কিছুদিন পর আবার ওজন বাড়তে পারে। এইভাবে ওজন কমালে, শরীর কিন্তু তখন দেহের মেটাবলিজমের গতি কমিয়ে দেয়। ফলে মাসল লস বাড়তে থাকে, কিন্তু ফ্যাট থেকেই যায়।

    MORE
    GALLERIES

  • 1316

    Weight chart || Weight Loss Tips: আপনার ওজন ঠিক আছে তো? বয়স অনুযায়ী কত ওজন থাকলেই আপনি 'Perfect'? রইল বিশেষজ্ঞের ওয়েট চার্ট...

    এর ফলে একটা সময়ের পর পেশির গুণগত মান কমতে শুরু করে বলে তখন কিন্তু শরীরে আবার ফ্যাট জমতে শুরু করে। তাছাড়া ক্র্যাশ ডায়েটের ফলে ওজন কমলেও শরীরে অতি প্রয়োজনীয় ভিটামিন, খনিজ উপাদানের অভাব দেখা দেয়। এর ফলে ব্যক্তির কোষ্ঠকাঠিন্য, এনার্জি হারানো, মাথা ব্যথা, খিটখিটে মেজাজ, বেশি খিদে পাওয়া, মাঝে মাঝে পেশিতে ব্যথা পর্যন্ত হতে পারে। তাই নিয়মিত সুষম আহার বজায় রেখে শরীরচর্চার সাহায্যে এবং ধীর গতিতে দেহের ওজন কমানো উচিত।

    MORE
    GALLERIES

  • 1416

    Weight chart || Weight Loss Tips: আপনার ওজন ঠিক আছে তো? বয়স অনুযায়ী কত ওজন থাকলেই আপনি 'Perfect'? রইল বিশেষজ্ঞের ওয়েট চার্ট...

    কখন ওজন মাপবেন? প্রাতঃকৃত্য করার পর খালি পেটে ওজন মাপার চেষ্টা করতে হবে। প্রতিদিন ওজন না মেপে সপ্তাহে একবার অন্তত ওজন মাপা উচিত। এক্ষেত্রে পার্থক্যটা সহজেই চোখে পড়ে। পাশাপাশি সাপ্তাহিক ওজন লিখে রাখলে প্রতি মাসে কতটা ওজন কমছে সেই সম্পর্কেও একটা ধারণা পাওয়া যায়।

    MORE
    GALLERIES

  • 1516

    Weight chart || Weight Loss Tips: আপনার ওজন ঠিক আছে তো? বয়স অনুযায়ী কত ওজন থাকলেই আপনি 'Perfect'? রইল বিশেষজ্ঞের ওয়েট চার্ট...

    ফিটনেস জরুরি :অনেক ব্যক্তির ক্ষেত্রেই হতে পারে আপনার ওজন একটু বেশি, কিন্তু ফিটনেস কম নেই। আবার হয়ত দেখা গেল আপনার ওজন স্বাভাবিক, কিন্তু ফিটনেস খুবই কম। সেটা কিন্তু একদমই কাম্য নয়। তাই যে কোনওভাবেই চেষ্টা করুন ফিট থাকতে। ফিট থাকলে ফ্যাটও দূরেই থাকবে।

    MORE
    GALLERIES

  • 1616

    Weight chart || Weight Loss Tips: আপনার ওজন ঠিক আছে তো? বয়স অনুযায়ী কত ওজন থাকলেই আপনি 'Perfect'? রইল বিশেষজ্ঞের ওয়েট চার্ট...

    ডিসক্লেইমার: উপরোক্ত পরামর্শ গ্রহণ করার আগে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নিন। নিউজ ১৮ বাংলা এই তথ্যের দায় নেয় না। কারণ প্রতিটি ব্যক্তির ওজন ও তা কম বা বেশির মাত্রার সঙ্গে তাঁর শরীরের আনুষঙ্গিক সুস্থতার আরও বেশ কিছু শর্ত যুক্ত। তাই সবদিক জেনেই পরামর্শ গ্রহণ করা কাম্য।

    MORE
    GALLERIES