মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এটি একটি বহু আলোচিত ২ নম্বরে প্রশ্ন। এই প্রশ্নটির উত্তর লিখতে গিয়ে হামেশাই ছোটখাট ভুল হয় ছাত্রছাত্রীদের। আর তাতেই নিশ্চিত ২ নম্বর হাতছাড়া হয়ে যায়। এই ভুলগুলি যাতে না হয় এবং এই প্রশ্নের উত্তর ঠিক কীভাবে লিখতে হবে তা দেখিয়ে দিলেন বাঁকুড়া জিলা স্কুলের ভৌত বিজ্ঞানের শিক্ষক সৌমিত্র পতি।
advertisement
আরও পড়ুন: জীবন বিজ্ঞান নিয়ে আর চিন্তা নয়! নম্বর বিভাজন নিয়ে বিস্তারিত জানালেন শিক্ষক কৌশিক কুমার সিং
১) ভৌত পার্থক্য লিখতে দেওয়া থাকলে প্রথমেই মাথায় রাখতে হবে যে প্রশ্নের শুধুমাত্র ভৌত পার্থক্য জানতে চাওয়া হয়েছে। তাই এক্ষেত্রে রাসায়নিক পার্থক্য লেখা যাবে না।
২) প্রশ্নটি যেহেতু দুই নম্বরে তাই দুটি পয়েন্ট লিখলেই সম্পূর্ণ নম্বর পাওয়া যাবে।
৩) উত্তরটি লেখার সময় খাতার একদিকে ন্যাপথলিন এবং অপরদিকে সোডিয়াম ক্লোরাইড লিখতে হবে।
৪) ভৌত ধর্মের পার্থক্য দেখাতে গেলে দুটি পয়েন্ট বেছে নিতে হবে। এ ক্ষেত্রে শিক্ষক সৌমিত্র পতি দ্রাব্যতা এবং গন্ধ এই দুটি পয়েন্ট বেছে নিয়েছেন। দ্রাব্যতার নিরিখে ন্যাপথলিন জলে অদ্রাব্য, কিন্তু নুন জলে দ্রবীভূত হয়ে যায়। গন্ধের নিরিখে ন্যাপথলিনের একটি বিশেষ গন্ধ আছে, কিন্তু নুনের বা সোডিয়াম ক্লোরাইডের কোনও গন্ধ নেই। ঠিক এভাবে আলাদা আলাদা করে দুটি পয়েন্ট করে ভৌত পার্থক্য দেখাতে হবে।
নীলাঞ্জন ব্যানার্জি