TRENDING:

Madhyamik 2023: মাধ্যমিকে ভৌতবিজ্ঞানে ঘুরিয়ে দেওয়া হয় ২ নম্বরের কিছু প্রশ্ন, কীভাবে সমাধান করবেন? জানুন

Last Updated:

Madhyamik 2023 Physical Science Suggestions: মাধ্যমিকের ভৌত বিজ্ঞানে নুন এবং ন্যাপথলিনের ভৌত পার্থক্য নিয়ে ২ নম্বরের প্রশ্নটির উত্তর অনেক সময়ই গুলিয়ে ফেলে ছাত্রছাত্রীরা। তার সহজ সমাধান দিলেন বাঁকুড়া জিলা স্কুলের ভৌত বিজ্ঞানের শিক্ষক সৌমিত্র পতি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া: পশ্চিমবঙ্গের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার মেধা তালিকায় বছর বছর নাম ওঠে বাঁকুড়া জিলা স্কুলের। এখানকার কৃতি ছাত্ররা সারা রাজ্যের নজর কেড়ে নেয়। এই উজ্জ্বল ছাত্ররা প্রতি বছর যাঁদের হাতে তৈরি হন তাঁদেরই একজন হলেন ভৌত বিজ্ঞানের শিক্ষক সৌমিত্র পতি। তিনি মাধ্যমিকের ভৌতবিজ্ঞান পরীক্ষা নিয়ে লাস্ট মিনিট সাজেশন হিসেবে এক গুরুত্বপূর্ণ টিপস দিলেন। সরাসরি দেখিয়ে দিলেন নুন (NaCl) এবং ন্যাপথলিনের মধ্যে ভৌত পার্থক্য।
advertisement

মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এটি একটি বহু আলোচিত ২ নম্বরে প্রশ্ন। এই প্রশ্নটির উত্তর লিখতে গিয়ে হামেশাই ছোটখাট ভুল হয় ছাত্রছাত্রীদের। আর তাতেই নিশ্চিত ২ নম্বর হাতছাড়া হয়ে যায়। এই ভুলগুলি যাতে না হয় এবং এই প্রশ্নের উত্তর ঠিক কীভাবে লিখতে হবে তা দেখিয়ে দিলেন বাঁকুড়া জিলা স্কুলের ভৌত বিজ্ঞানের শিক্ষক সৌমিত্র পতি।

advertisement

আরও পড়ুন: জীবন বিজ্ঞান নিয়ে আর চিন্তা নয়! নম্বর বিভাজন‌ নিয়ে বিস্তারিত জানালেন শিক্ষক কৌশিক কুমার সিং

১) ভৌত পার্থক্য লিখতে দেওয়া থাকলে প্রথমেই মাথায় রাখতে হবে যে প্রশ্নের শুধুমাত্র ভৌত পার্থক্য জানতে চাওয়া হয়েছে। তাই এক্ষেত্রে রাসায়নিক পার্থক্য লেখা যাবে না।

View More

২) প্রশ্নটি যেহেতু দুই নম্বরে তাই দুটি পয়েন্ট লিখলেই সম্পূর্ণ নম্বর পাওয়া যাবে।

advertisement

৩) উত্তরটি লেখার সময় খাতার একদিকে ন্যাপথলিন এবং অপরদিকে সোডিয়াম ক্লোরাইড লিখতে হবে।

৪) ভৌত ধর্মের পার্থক্য দেখাতে গেলে দুটি পয়েন্ট বেছে নিতে হবে। এ ক্ষেত্রে শিক্ষক সৌমিত্র পতি দ্রাব্যতা এবং গন্ধ এই দুটি পয়েন্ট বেছে নিয়েছেন। দ্রাব্যতার নিরিখে ন্যাপথলিন জলে অদ্রাব্য, কিন্তু নুন জলে দ্রবীভূত হয়ে যায়। গন্ধের নিরিখে ন্যাপথলিনের একটি বিশেষ গন্ধ আছে, কিন্তু নুনের বা সোডিয়াম ক্লোরাইডের কোন‌ও গন্ধ নেই। ঠিক এভাবে আলাদা আলাদা করে দুটি পয়েন্ট করে ভৌত পার্থক্য দেখাতে হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

নীলাঞ্জন ব্যানার্জি

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Madhyamik 2023: মাধ্যমিকে ভৌতবিজ্ঞানে ঘুরিয়ে দেওয়া হয় ২ নম্বরের কিছু প্রশ্ন, কীভাবে সমাধান করবেন? জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল