করোনা অতিমারীর প্রকোপে গত ২ বছর স্কুল-কলেজ-সহ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। অনলাইনে ক্লাস চলছিল। স্কুলে ক্লাস হয়নি, পরীক্ষাও হয়েছে অনলাইনে। তাই লেখার অভ্যাস পড়ুয়াদের অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে। ফলে এ বারে অফলাইনে পরীক্ষা একটা বড় চ্যালেঞ্জ। এ বার মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ৭ মার্চ , চলবে ১৬ মার্চ পর্যন্ত।
কী ভাবে প্রস্তুতি নিতে হবে মাধ্যমিকের ভূগোলের? কী হবে স্ট্র্যাটেজি? পরীক্ষার আগে কোন কোন প্রশ্ন আরও একবার অবশ্যই পড়ে নিতে হবে? ভূগোল নিয়ে শেষ মুহূর্তের সাজেশন দিলেন রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, নরেন্দ্রপুরের ভূগোল শিক্ষক মানস চক্রবর্তী...
advertisement
এ বারের মাধ্যমিকে ভূগোল পরীক্ষায় সম্ভাব্য যে প্রশ্ন আসতে পারে, দেখে নাও এক ঝলকে...
২ নম্বরের প্রশ্ন
১। রবি শস্য এবং খারিফ শস্যের সংজ্ঞা। বাগিচা ফসল কি? জায়িদ শস্য কি?
২। জলচক্র কি? পশ্চিমী ঝঞ্ঝা কি? আঁধি কি? মৌসুমি বিষ্ফোরণ কি?
৩। অববাহিকা কাকে বলে? জল বিভাজিকা কাকে বলে? জল বিভাজিকা উন্নয়ন কি?
৪। কিউসেক ও কিউমেক কি?
৫। হিমরেখা কাকে বলে? বার্গস্রুন্ড ও ক্রেভাসের সংজ্ঞা।
৬। ফিয়োর্ড কি? হামাদা ও আর্গ কি?
৭। পর্যায়ন কি?
৮। সার্ক কি?
৯। দুন কি? কারেওয়া কাকে বলে? মরুস্থলি কাকে বলে?
১০। সামাজিক বন সৃজন কি?
১১। ডেকানট্র্যাপ কি? মালনাদ ও ময়দান কি? লেগুন কি? কয়াল কি? কচ্ছের রণ কি?
১২। গঙ্গার ডানতীরের উপনদীর নাম? বহুমুখী উপত্যকা পরিকল্পনা কি?
১৩। লৌহ-ইস্পাত শিল্পের প্রয়োজনীর কাঁচামাল কি? শিকড় আলগা শিল্প কি? অনুসারী শিল্প কি?
১৪। ধারণযোগ্য উন্নয়ন কি?
১৫। সোনালী চতুর্ভুজ কি?
৩ নম্বরের প্রশ্ন
১। নদী কীভাবে ক্ষয়কাজ করে? নদীর বহনকার্যের প্রক্রিয়া? সকল নদীতে ব-দ্বীপ গঠিত হয় না কেন?
২। সুন্দরবনের ওপরে জলবায়ু পরিবর্তনের প্রভাব?
৩। ব-দ্বীপের শ্রেণি বিভাগ?
৪। হিমবাহের প্রকারভেদ? হিমবাহের ক্ষয়কার্যের প্রক্রিয়া?
৫। মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্যের কারণ? মরুভূমি বিস্তারের কারণ?
৬। পলিশঙ্কু ও ব-দ্বীপের মধ্যে পার্থক্য? রসেমতানে এবং ড্রামলিনের পার্থক্য? বার্খান ও সিফ-এর মধ্যে পার্থক্য? পূর্ব এবং পশ্চিম হিমালয়ের মধ্যে পার্থক্য? পূর্বঘাট এবং পশ্চিমঘাটের মধ্যে পার্থক্য?
৭। গঙ্গা নদীর গতিপথ? পশ্চিম বাহিনী নদীগুলির মোহনায় ব-দ্বীপ গড়ে ওঠেনি কেন?
৮। দক্ষিণ ভারতে জলাশয় পদ্ধতি অধিক প্রচলিত কেন?
৯। করমণ্ডল উপকূলে দু-বার বৃষ্টি হয় কেন?
১০। বনসংরক্ষণের কারণ?
১১। রবি শস্য এবং খারিফ শস্যের পার্থক্য? ভারতে কৃষির সমস্যা? পঞ্জাব ও হরিয়ানায় কৃষির অগ্রগতির কারণ।
১২। দুর্গাপুরকে ভারতের রূঢ় বলা হয় কেন?
১৩। পশ্চিম ভারতে পেট্রো-রসায়ন শিল্পের উন্নতির কারণ কি?
১৪। ভারতের অর্থনীতিতে পরিবহন ব্যবস্থার গুরুত্ব কি।
১৫। শহর ও নগর গড়ে ওঠার কারণ কি?
৫ নম্বরের প্রশ্ন
১। নদীর ক্ষয়কাজ। বায়ুর ক্ষয়কাজ।
২। হিমবাহ ও জলধারার সঞ্চয়কাজ।
৩। পূর্ব এবং পশ্চিম উপকূলীয় সমভূমির মধ্যে তুলনা।
৪। ভারতের জলবায়ুর নিয়ন্ত্রক
৫। ধান, গম, ইক্ষু চাষের অনুকূল ভৌগলিক পরিবেশ।
৬। ভারতে অসম জলবন্টনের কারণ।
৭। পূর্ব ভারতের লৌহ-ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ।
৮। পশ্চিম ভারতে কার্পাস ও বস্ত্রবয়ণ শিল্পের কেন্দ্রীভবনের কারণ।