আরও পড়ুন: হাতে মাত্র কয়েক ঘণ্টা! অ্যাডমিট কার্ড না পেয়ে ৩ ছাত্রীর বসা হবে না মাধ্যমিক পরীক্ষায়
জানা গিয়েছে, রূপসার বাড়ি আরামবাগ থানার বলাইচক গ্রামে। তিনি ধামসা হাইস্কুলের ছাত্রী (Madhyamik 2022)। এবারে পরীক্ষার কেন্দ্র হয়েছে প্রায় ১৫ কিমি দূরে জয়রাম পুর হাই স্কুলে। রূপসার বাবা মাস ছয়েক আগে মারা যান৷ তার পরে শিবরাত্রির দিনে রূপসার মা রুমা ফের বিয়ে করেন ও তাঁর এক ছেলে ও মেয়েকে নিয়ে চলে আসেন বর্তমান স্বামীর বাড়ি কেশবপুরে। আর তাতেই হয়েছে সমস্যা। পরীক্ষার অ্যাডমিট কার্ড রূপসার পুরনো বাড়ি বলাই চকেই রয়ে গিয়েছে। কিন্তু তাঁর পরিবার, পরিজনেরা তাঁদের হাতে অ্যাডমিট কার্ড দেয়নি বলে অভিযোগ।
advertisement
আরও পড়ুন: আজ শুরু মাধ্যমিক, পরীক্ষার্থীদের বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
তাঁদের দাবি, অ্যাডমিট কার্ড চাইতে গেলে তাঁদের মারধর করে তাড়িয়ে দেওয়া হয়। এমন পরিস্থিতিতে রূপসার মাধ্যমিক পরীক্ষা দেওয়াটাই অনিশ্চিত হয়ে পড়েছে। তাই তাঁরা আরামবাগ থানার দ্বারস্থ হয়েছেন। এখন দেখার বিষয় পুলিশ কীভাবে উদ্ধার করে তাঁকে পরীক্ষা বসাতে ব্যবস্থা করে দিতে পারবে?
বাপন সাঁতরা