Madhyamik 2022 | CM Mamata Banerjee: আজ শুরু মাধ্যমিক, পরীক্ষার্থীদের বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
রাজ্যের মাধ্যমিক পরীক্ষার্থীদের উৎসাহ দিতে তাঁদের শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Madhyamik 2022 | CM Mamata Banerjee)।
#কলকাতা: করোনাভাইরাসের অতিমারির প্রকোপ কমেছে। ফলে এ বছর হাতেকলমে পরীক্ষা হচ্ছে মাধ্যমিকের (Madhyamik 2022)। আজ, সোমবার ৭ মার্চ ২০২২-এ শুরু হচ্ছে এ বছরের মাধ্যমিক পরীক্ষা। শেষ হবে ১৬ মার্চ। রাজ্যের মাধ্যমিক পরীক্ষার্থীদের উৎসাহ দিতে তাঁদের শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Madhyamik 2022 | CM Mamata Banerjee)। ট্যুইটে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, '২০২২ সালের সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীকে শুভেচ্ছা। এটা তোমাদের জীবনের প্রথম সবচেয়ে বড় পরীক্ষা। আত্মবিশ্বাস রেখো, সাফল্য আসবেই'। (Madhyamik 2022 | CM Mamata Banerjee)
আরও পড়ুন: এ বছর মাধ্যমিকের জীবনবিজ্ঞান পরীক্ষায় কী কী প্রশ্ন আসতে পারে? পরামর্শ দিলেন পাঠ ভবনের শিক্ষিকা নন্দিনী রায়চৌধুরী
মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, 'এত বড় একটা কর্মকাণ্ড যাতে সুষ্ঠ ভাবে সম্পন্ন হয় তাই সবার কাছেই সহযোগিতার আবেদন করছি। অল দ্য বেস্ট আমার প্রিয় পরীক্ষার্থীরা।' (Madhyamik 2022 | CM Mamata Banerjee) ২০২০ সালের মাধ্যমিক পরীক্ষা কোনওভাবে করানো গেলেও ২০২১ সালে তা সম্ভব হয়নি। কোভিডের দ্বিতীয় ঢেউয়ে সে সময় পর্যুদস্ত গোটা দেশ। ২০২২-এর শুরুর দিকেও যেভাবে সংক্রমণ বাড়ছিল তাতে মনে আশঙ্কায় ছিল এবারের পরীক্ষার্থীরাও। তবে আপাতত সে পরিস্থিতি নিয়ন্ত্রণে। সমস্ত কাঁটা সরিয়ে সোমবার থেকে শুরু হচ্ছে পরীক্ষা।
advertisement
Best wishes to the Madhyamik Examinees, 2022. This is your first big exam in life. Remain confident, you are sure to achieve success. Appeal to all to cooperate in smooth conduct of the gigantic exercise. All the best, my dear students.
— Mamata Banerjee (@MamataOfficial) March 7, 2022
advertisement
advertisement
শনিবার সাংবাদিকদের মুখোমুখি হন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। তিনি জানান, সোমবার সকাল ১১টা ৪৫ থেকে পরীক্ষা শুরু হবে। পরীক্ষার্থীরা প্রশ্নপত্র পড়ার জন্য ১৫ মিনিট সময় পাবেন। ১২টা থেকে শুরু হবে উত্তর লেখা। পরীক্ষা চলবে বেলা ৩টে পর্যন্ত। তিনি আরও জানিয়েছেন, এবার ১৪৩৫টি মূল পরীক্ষাকেন্দ্র বা সেন্টার থাকছে। এছাড়াও আরও সাব ভেন্যু থাকছে ২ হাজার ৭৫৯টি। সবমিলিয়ে মোট ৪ হাজার ১৫৪টি কেন্দ্রে এবার পরীক্ষা হবে।
advertisement
আরও পড়ুন: ওরাকল স্পিকস ৭ মার্চ; দেখে নিন ভাগ্যফল, জেনে নিন কোন চিহ্ন বয়ে আনছে সৌভাগ্য!
view commentsএবার মোট পরীক্ষার্থী ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩ জন। এর মধ্যে ৫ লক্ষ ৫৯ জন ছাত্র। ছাত্রী সংখ্যা ৬ লক্ষ ২৬ হাজার ৮০৪ জন। ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা এবার অনেক বেশি। ৭ মার্চ থেকে শুরু হচ্ছে ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা চলবে ১৬ মার্চ পর্যন্ত। ৭ মার্চ বাংলা পরীক্ষা। ৮ মার্চ ইংরেজি। ৯ মার্চ ভূগোল। ১১ মার্চ ইতিহাস। ১২ মার্চ জীবনবিজ্ঞান। ১৪ মার্চ অঙ্ক। ১৫ মার্চ ভৌত বিজ্ঞান। ১৬ মার্চ ঐচ্ছিক বিষয়।
Location :
First Published :
March 07, 2022 9:17 AM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Madhyamik 2022 | CM Mamata Banerjee: আজ শুরু মাধ্যমিক, পরীক্ষার্থীদের বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী