আরও পড়ুন: আসন্ন মাধ্যমিক পরীক্ষা, ভূগোলে ভাল নম্বর পেতে এগুলি মাথায় রাখতেই হবে
আরও পড়ুন: মাধ্যমিক ইতিহাস পরীক্ষায় ম্যাপ পয়েন্টিং গুরুত্বপূর্ণ, অবশ্যই জানুন
ভৌত বিজ্ঞান বিষয়টি খুব খুব ভাল স্কোরিং বিষয়। তবে যদি ঠিকমতো পড়াশোনা না করা হয় স্কোর খুব কম হতে পারে। সেজন্য ভৌত বিজ্ঞানে ভাল রেজাল্ট করার জন্য প্রথম শর্ত হল পুরো বইটা একবার ঝালিয়ে নেওয়া। কারণ মোট ৩৬ নম্বর এর শর্ট কোশ্চেন গুলির প্রশ্নোত্তরের পুরো বইটি পড়া প্রয়োজন। হাতের লেখা খুব ভাল না হলেও খাতা পরিষ্কার রাখতে হবে কারণ পরিক্ষার খাতা ছাত্র-ছাত্রীদের মুখের আয়না।
advertisement
১) পুরো বইটা একবার রিভিশন দিতে হবে।
২) হাতের লেখা খুব ভাল না হলেও খাতা পরিষ্কার রাখতে হবে কারণ পরিক্ষার খাতা ছাত্র-ছাত্রীদের মুখের আয়না।
৩) পরীক্ষার খাতার দু'দিকে মার্জিন টানতে হবে।
৪) ভৌত বিজ্ঞানের রেখাচিত্রের জন্য পেন্সিল ব্যবহার করতে হবে।
জুলফিকার মোল্যা