TRENDING:

Computer Course : কম্পিউটারের এই কোর্সটি করলে চাকরি পাবেন খুব সহজেই! জেনে নিন বিস্তারিত

Last Updated:

Computer Course : আপনি যদি অনেকদিন ধরে এমন কোনও কম্পিউটার কোর্স করবেন বলে ভাবছেন যে কোর্সটি করলে যে কোনও দফতরে চাকরি পাওয়াটা সহজ হয়ে যাবে। তাহলে করে নিতে পারেন কম্পিউটারের এই কোর্সটি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর দিনাজপুর : আপনি যদি অনেকদিন ধরে এমন কোনও কম্পিউটার কোর্স করবেন বলে ভাবছেন যে কোর্সটি করলে যে কোনও দফতরে চাকরি পাওয়াটা সহজ হয়ে যাবে। তাহলে করে নিতে পারেন কম্পিউটারের এই কোর্সটি। যেকোনও সরকারি বেসরকারি অফিসে চাকরি পেতে হলে এ কম্পিউটার কোর্সটি জানা অত্যন্ত প্রয়োজন।
advertisement

এই কম্পিউটার কোর্স এ আপনি বেসিক নলেজের পাশাপাশি অ্যাডভান্স লেভেলের কম্পিউটার বিষয়ে জ্ঞান লাভ করতে পারবেন। মাধ্যমিকের পরেই আপনি এই কম্পিউটারের কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন। এই কোর্সটির নাম হল ডি. ও. এ. পি (DOAP) ।

আরও পড়ুন : যাত্রীদের জন্য সুখবর, দোলে জন্য থাকবে ৪ জোড়া স্পেশাল ট্রেন! রাজ্যও হবে উপকৃত, দেখে নিন ট্রেনগুলির সময়সূচি

advertisement

কম্পিউটারের ডিপ্লোমা লেভেলের এই কোর্সটি করতে সময় লাগবে ৬ মাস থেকে এক বছর। এ কোর্সটি করার জন্য আপনাকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর নিয়ে পাস করতে হবে। এই কম্পিউটারের কোর্সটি করলে আপনি বেসিক লেভেলের পাশাপাশি কম্পিউটারে বিভিন্ন বিষয়ে এডভান্স লেভেলের দক্ষতা অর্জন করতে পারবেন। এই কোর্সটির মধ্যে রয়েছে Msoffice, HTML, Tally, project work, DTP এই কোর্সটি করলে বিভিন্ন অফিসে ক্লার্ক, টেকনিশিয়ান, সেক্রেটারি, সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট, এছাড়া বিভিন্ন ধরনের চাকরির ক্ষেত্রে সুযোগ পেতে পারেন।

advertisement

আরও পড়ুন : খাস নিউটাউনে উদ্ধার ট্রলি বন্দি দেহ ! বীভৎস হত্যাকাণ্ডে এবার নয়া মোড়…হল ফরেন্সিক

কালিয়াগঞ্জে রাজীব গান্ধি কম্পিউটার ট্রেনিং সেন্টারের ডিরেক্টর তথা কম্পিউটার শিক্ষক সঞ্জয় রায় জানান, “বর্তমানে চাকরির বাজারে এই কোর্সটা জানা অত্যন্ত প্রয়োজনীয়। এই কোর্সটির নাম হল “ডোপ” । যেকোনও অফিসে কাজের ক্ষেত্রে এটি কোর্সটি খুব সাহায্য করবে।”

advertisement

এই কোর্সটি করতে ১৫,০০০ টাকা থেকে ২০,০০০ হাজার টাকা খরচ পড়বে। কিন্তু রাজীব গান্ধি কম্পিউটার সেন্টারে এই কোর্সটি মাত্র ৬ হাজার টাকায় করা যাবে। তাই আর দেরি না করে চাকরি পেতে বর্তমান বাজারে অবশ্যই শিখে নিন এই DOAP কোর্সটি।

পিয়া গুপ্তা

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Computer Course : কম্পিউটারের এই কোর্সটি করলে চাকরি পাবেন খুব সহজেই! জেনে নিন বিস্তারিত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল