Indian Railways : যাত্রীদের জন্য সুখবর, দোলে জন্য থাকবে ৪ জোড়া স্পেশাল ট্রেন! রাজ্যও হবে উপকৃত, দেখে নিন ট্রেনগুলির সময়সূচি
- Published by:Sayani Rana
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Indian Railways : দোলে যাত্রীদের ভিড় নিয়ন্ত্রণ করার লক্ষ্যে আরও চার জোড়া হোলি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। দুটি স্পেশাল ট্রেন কাটিহার থেকে চণ্ডীগড় এবং উদয়পুর উভয় দিক থেকে ও একটি আগরতলা থেকে গোরক্ষপুর উভয় দিক থেকে এবং অন্য আরও একটি একমুখী স্পেশাল ট্রেন নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া পর্যন্ত চালানো হবে।
দোলে যাত্রীদের ভিড় নিয়ন্ত্রণ করার লক্ষ্যে আরও চার জোড়া হোলি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। দুটি স্পেশাল ট্রেন কাটিহার থেকে চণ্ডীগড় এবং উদয়পুর উভয় দিক থেকে ও একটি আগরতলা থেকে গোরক্ষপুর উভয় দিক থেকে এবং অন্য আরও একটি একমুখী স্পেশাল ট্রেন নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া পর্যন্ত চালানো হবে। (ছবি- প্রতীকী ছবি)
advertisement
ট্রেন নম্বর ০৪৫৩৮ (চণ্ডীগড়-কাটিহার) ২৩ মার্চ সন্ধ্যা ৭টা বেজে ১৫ মনিটে চণ্ডীগড় থেকে রওনা দিয়ে পরের দিন রাত ১১টা বেজে ৪৫ মিনিটে কাটিহার পৌঁছবে। একইভাবে ০৪৫৩৭ নম্বর ট্রেনটি (কাটিহার-চণ্ডীগড়) ২৫ মার্চ বিকেল ৪টে তে কাটিহার থেকে রওনা দিয়ে পরের দিন সকাল ৯টা বেজে ৪০ মিনিটে চণ্ডীগড় পৌঁছবে। (ছবি- প্রতীকী ছবি)
advertisement
ট্রেন নম্বর ০৯৬২৩ (উদয়পুর সিটি-কাটিহার) ২৬ মার্চ মঙ্গলবার বিকেল ৪টে বেজে ৫ মিনিটে উদয়পুর সিটি থেকে রওনা দিয়ে বৃহস্পতিবার রাত ২টো বেজে ৪৫ মিনিটে কাটিহার পৌঁছবে। অন্যদিকে ট্রেন নম্বর ০৯৬২৪ (কাটিহার-উদয়পুর সিটি) ২৮ মার্চ বৃহস্পতিবার বিকেল ৩টে তে কাটিহার থেকে রওনা দিয়ে শনিবার ভোর ৪টে ১৫ মিনিটে উদয়পুর সিটি পৌঁছবে। (ছবি- প্রতীকী ছবি)
advertisement
ট্রেন নম্বর ০৫৬৯৮ (আগরতলা-গোরখপুর) ২৪ মার্চ, ২০২৪ ৬টা বেজে ২০ মিনিটে আগরতলা থেকে রওনা দিয়ে পরের দিন বিকেল ৫টা ৩০ মিনিটে গোরক্ষপুর পৌঁছবে। ট্রেন নম্বর ০৫৬৯৭ (গোরখপুর-আগরতলা) ২৫ মার্চ সোমবার রাত ১১টা ৫৫ মিনিটে গোরক্ষপুর থেকে রওনা দিয়ে বুধবার সন্ধ্যায় ৬ টা বেজে ৪০ মিনিটে আগরতলায় পৌঁছবে। (ছবি- প্রতীকী ছবি)
advertisement
advertisement
এছাড়াও, রেল যাত্রীদের সুবিধা প্রদানের লক্ষ্যে সাঁইথিয়া স্টেশনে ট্রেন নং. ১২৩৪৫ ও ১২৩৪৬ (হাওড়া-গুয়াহাটি-হাওড়া) সরাইঘাট এক্সপ্রেসের ২ মিনিটের অতিরিক্ত স্টপেজ দেওয়া হবে। পাশাপাশি, স্টেশনে ট্রেন নম্বর ১৫৯০৩ ও ১৫৯০৪ (ডিব্রুগড়-চণ্ডীগড়-ডিব্রুগড়) এক্সপ্রেসের জন্যও তিন মিনিটের অতিরিক্ত স্টপেজ দেওয়া হবে। (ছবি- প্রতীকী ছবি)
advertisement
advertisement
advertisement