ভৌতবিজ্ঞানে ১ থেকে সর্বোচ্চ ৩ নম্বরের প্রশ্ন থাকবে। ৩ নম্বরের ঊর্ধ্বে কোন প্রশ্ন থাকবে না। প্রশ্নপত্রে চারটি বিভাগ থাকবে। প্রথমে থাকছে বিভাগ ‘এ’। যেখানে এক নম্বরের ১৫টি এমসিকিউ প্রশ্ন থাকবে। যার পূর্ণমান হবে ১৫। তারপর রয়েছে বিভাগ ‘বি’। এখানে এক নম্বরের ২১ টি প্রশ্ন রয়েছে। যার পূর্ণমান ২১। কিছু কিছু প্রশ্নের অথবা রয়েছে। এই বিভাগে ২১ টি প্রশ্নটি উত্তর লিখতে হবে।
advertisement
বিভাগ ‘সি’ তে রয়েছে ২ নম্বরের ৯টি প্রশ্ন। যার পূর্ণমান হল ১৮ নম্বর। এখানে অথবা প্রশ্নেও থাকবে। তারপর রয়েছে বিভাগ ‘ডি’। এখানে ৩ নম্বরের ১২টি প্রশ্ন থাকবে। যার পূর্ণমান ৩৬। এই বিভাগেই সবচেয়ে বেশি নম্বর থাকছে যেখানে ৩ নম্বরের প্রশ্নগুলি বিভিন্ন গ্রুপে থাকতে পারে। অথবা প্রশ্নও থাকছে ‘ডি’ গ্রুপে।
আরও পড়ুনঃ বাসি হলেই ভাত ফেলে দিচ্ছেন? ভুল কুরছেন! এইভাবে খান বাসি ভাত! যেমন উপকার তেমনি সুস্বাদু
ভৌতবিজ্ঞানের শিক্ষিকা তনুশ্রী নায়েক জানিয়েছেন খাতার সুন্দরভাবে গুছিয়ে লিখতে হবে। ভৌতবিজ্ঞান পরীক্ষার মোট পূর্ণ নম্বর থাকছে ৯০ এবং তার জন্য সময় থাকছে ৩ ঘন্টা ১৫ মিনিট। প্রতিটি প্রশ্ন ভালো করে পড়ে তারপরেই অল্প কথায় গুছিয়ে লিখলে পাওয়া যাবে ভালো নম্বর।
বুদ্ধদেব বেরা