TRENDING:

KVS Recruitment 2022: প্রচুর পদে শিক্ষক নিয়োগ হবে রাজ্যে, বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্রীয় বিদ্যালয়

Last Updated:

KVS Recruitment 2022: বিশদে জানতে প্রার্থীরা কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সম্প্রতি কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের (Kendriya Vidyalaya Sangathan) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে চুক্তি ভিত্তিক PRT, TGT, PGT পদে শিক্ষক নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
advertisement

KVS Recruitment 2022: ইন্টারভিউয়ের তারিখ

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন- ঘরে বসেই মহিলাদের অঢেল উপার্জনের নয়া দিগন্ত, দেখে নিন এক ঝলকে!

বিশদ লিঙ্ক-

কেভিএস পশ্চিমবঙ্গ- ২৫ এবং ২৬ ফেব্রুয়ারি, ২০২২

advertisement

https://kalimpong.kvs.ac.in/sites/default/files/advertisement03022022.doc

কেভিএস জম্মু- ১৮ ফেব্রুয়ারি, ২০২২

https://nagrota.kvs.ac.in/sites/default/files/Preparation%20of%20Panel%20of%20Contractual%20Teachers%20%282022-23%29.pdf

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থা: কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন (Kendriya Vidyalaya Sangathan)
পদের নাম: পিজিটি, টিজিটি, পিআরটি, নার্স, কোচ, কম্পিউটার প্রতিষ্ঠান
শূন্যপদের সংখ্যা: কিছু জানানো হয়নি
কাজের স্থান: পশ্চিমবঙ্গ ও জম্মু
কাজের ধরন: চুক্তি ভিত্তিক
নির্বাচন পদ্ধতি: কিছু জানানো হয়নি
আবেদন প্রক্রিয়া শুরু: কিছু জানানো হয়নি
শিক্ষাগত যোগ্যতা: বিশদ দেখুন
বেতনক্রম: পিজিটি: মাসিক ৩২৫০০ টাকা, টিজিটি: মাসিক ৩১২৫০ টাকা, পিআরটি: মাসিক ২৬২৫০ টাকা, নার্স: ৭৫০ টাকা/দিন, কোচ: মাসিক ২৬২৫০ টাকা, কম্পিউটার প্রতিষ্ঠান: মাসিক ২৬২৫০ টাকা
আবেদন পদ্ধতি: অনলাইন

advertisement

আবেদনের শেষ দিন: কিছু জানানো হয়নি

KVS Recruitment 2022: আবেদনের যোগ্যতা

পিজিটি: বিএড সহ প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিতে মোট ৫০% নম্বর। একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএড বা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সমমানের ডিগ্রি।

পিআরটি: ৫০% নম্বর সহ ১২তম বা এর সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণে ডিপ্লোমা সার্টিফিকেট (দুই বছরের মেয়াদ সহ) থাকা আবশ্যক। এই উদ্দেশ্যে NCTE দ্বারা প্রণীত নির্দেশিকা অনুসারে CBSE দ্বারা পরিচালিত কেন্দ্রীয় শিক্ষক যোগ্যতা পরীক্ষায় (CTET) উত্তীর্ণ হতে হবে।

advertisement

আরও পড়ুন- পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অধীনে প্রচুর পদে নিয়োগ

টিজিটি: প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক ডিগ্রিতে মোট ৫০% নম্বর এবং বি.এড ডিগ্রি প্রয়োজন। এই উদ্দেশ্যে NCTE দ্বারা প্রণীত নির্দেশিকা অনুসারে CBSE দ্বারা পরিচালিত কেন্দ্রীয় শিক্ষক যোগ্যতা পরীক্ষায় (CTET) উত্তীর্ণ হতে হবে।

KVS Recruitment 2022: পে স্কেল

পিজিটি: মাসিক ৩২৫০০ টাকা

advertisement

টিজিটি: মাসিক ৩১২৫০ টাকা

পিআরটি: মাসিক ২৬২৫০ টাকা

নার্স: ৭৫০ টাকা/দিন

কোচ: মাসিক ২৬২৫০ টাকা

কম্পিউটার প্রতিষ্ঠান: মাসিক ২৬২৫০ টাকা

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

আরও বিশদ বিবরণের জন্য, যোগ্যতার মানদণ্ড, নির্বাচন প্রক্রিয়া এবং অন্যান্য বিবরণ সম্পর্কে আরও জানতে এই লিঙ্কে https://nagrota.kvs.ac.in/sites/default/files/Preparation%20of%20Panel%20of%20Contractual%20Teachers%20%282022-23%29.pdf ক্লিক করতে হবে।

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
KVS Recruitment 2022: প্রচুর পদে শিক্ষক নিয়োগ হবে রাজ্যে, বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্রীয় বিদ্যালয়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল