পুরুলিয়া রামকৃষ্ণ মিশন তার মধ্যে অন্যতম। ছাত্ররা পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করার জন্য অধীর আগ্রহে মুখিয়ে থাকেন। তবে রামকৃষ্ণ মিশনে ক্লাস ইলেভেনে ভর্তির জন্য রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
আরও পড়ুন: খুব সাবধান, প্রৌঢ়রাই হচ্ছেন টার্গেট ! এক ফোনেই গায়েব লাখ লাখ টাকা
পড়ুয়াদের বেশ কিছু মানদণ্ডের নিরিখে রামকৃষ্ণ মিশনে ভর্তি নেওয়া হয়ে থাকে। তার জন্য প্রস্তুতিও থাকে দীর্ঘদিনের।এ বিষয়ে পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের মহারাজ বলেন , ২০২৪ সালে ইলেভেনের এডমিশনের জন্য ফরম ফিলাপের সময় জানুয়ারি ও ফেব্রুয়ারি মাস। ফরম ফিলাপের শেষ দিন ২৩ ফেব্রুয়ারি। রামকৃষ্ণ মিশনের অফিশিয়াল ওয়েবসাইট থেকে ছাত্ররা অ্যাপ্লিকেশন করতে পারবে। ২৫ফেব্রুয়ারি এডমিশন টেস্ট নেওয়া হবে।
advertisement
মূলত দুটি ধাপে পরীক্ষা হবে। একটি হবে রিটিন ও অন্যটি ওরাল টেস্ট। মাধ্যমিক পরীক্ষার পরেই ক্লাস ইলেভেনের ভর্তির পরীক্ষা হবে পুরুলিয়ার রামকৃষ্ণ মিশনে। এপ্লিকেশনের জন্য যে ওয়েবসাইট দুটি রয়েছে সেগুলি হল www.rkmvpurulia.org এবং www.rkmv.in । তাই উৎসাহী ছাত্ররা যারা রামকৃষ্ণ মিশনে ভর্তি হতে ইচ্ছুক তারা এই ওয়েবসাইটগুলি ফলো করতে পারে।
পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বরাবরই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সফলতার নজির সৃষ্টি করেছে। পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্রদের রেজাল্টে তাক লাগে যায় গোটা রাজ্যবাসীর। তাই এই স্কুলে ভর্তি হতে অপেক্ষায় থাকেন পড়ুয়া থেকে অভিভাবকেরা।
শর্মিষ্ঠা ব্যানার্জি