আজকের যুগ নতুন প্রযুক্তি এবং স্টার্টআপের যুগ। এমন অনেক স্টার্টআপ কোম্পানি রয়েছে যেগুলি মাত্র কয়েক বছরের মধ্যে এতটা সফল হয়েছে যা পুরনো কোনও কোম্পানিগুলিকে অর্জন করতে ৫০ বছরেরও বেশি লেগে গিয়েছিল। এই সাফল্যের পেছনে একটাই রহস্য লুকিয়ে আছে, নতুন আইডিয়া। ভারতের স্টার্টআপ ইকোসিস্টেমের বর্তমান মূল্য প্রায় ৩৩২.৭ মিলিয়ন মার্কিন ডলার।
advertisement
আরও পড়ুন: 'এবার ওঁর ২ বছরের ছেলেকেও নোটিস দেবে', অভিষেকের পাশে দাঁড়িয়ে মমতার বড় বার্তা
আরও পড়ুন: 'তোমাকে যদি আদালতে ল্যাজে গোবরে না করি আমার নাম অভিষেক না'
নতুন ধারণার গুরুত্ব
ব্যবসাই হোক বা কোম্পানি, নতুন ধারণাই যে কাউকে সফলতা এনে দেয়। আইডিয়াকে বাস্তবে পরিণত করার মাধ্যমেই কেরিয়ারের পরিবর্তন আসে। চিন্তার পরিধি প্রসারিত হয়, নতুন নতুন ধারণা আসতে থাকে।
বর্তমানে এমন অনেক কোম্পানিই রয়েছে যারা শুধুমাত্র অন্যান্য কোম্পানির সমস্যা সমাধান করেই মাসে কোটি কোটি টাকা আয় করে। এমন অনেক বড় বড় কোম্পানি রয়েছে যাদের লিগ্যাল বা অন্যান্য নানান সমস্যার মুখে পড়তে হয় প্রতিনিয়ত, সে ক্ষেত্রে ওই কোম্পানিগুলি সমস্যা সমাধানের জন্য এদের কাছে সাহায্য চায়, অবশ্যই তার পরিবর্তে এদের মোটা অঙ্কের অর্থ প্রদান করতে হয়। এই ধরনের কনসালটেন্সিগুলিতে প্রার্থীদের নতুন নতুন আইডিয়াকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে গ্রহণ করা হয়। তবে প্রার্থীদের মনে রাখতে হবে যে কোনও ক্ষেত্রে কেরিয়ার গড়ার আগে সেই সেক্টর সম্পর্কে ভাল করে ওয়াকিবহাল থাকতে হবে। আমাদের আইডিয়া আদৌ কতটা কার্যকর, কতটা গ্রহণযোগ্য তা পর্যালোচনা করে তবেই আমাদের কাজে নামা উচিত।