বিজ্ঞপ্তি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগে শিক্ষক নিয়োগ করা হবে৷ শূন্যপদের সংখ্যা ২৷ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে চুক্তিভিত্তিক প্রার্থীদের নিয়োগ করা হবে। রাজ্য সরকারি নিয়ম মেনেই আবেদনের প্রার্থীদের বয়ঃসীমা ধার্য করা হয়েছে। নিযুক্তদের মাসিক বেতনের অঙ্কও ধার্য করা হবে সরকারি নিয়ম অনুযায়ীই।
আরও পড়ুন: প্রেসিডেন্সির ভর্তি কবে থেকে শুরু? বিজ্ঞপ্তি দিল জয়েন্ট বোর্ড, জানুন বিশদে
advertisement
প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারী প্রার্থীদের আর্বান ডিজাইনে ফার্স্ট ক্লাস নিয়ে স্নাতকোত্তর হতে হবে। কাউন্সিল অফ আর্কিটেকচারের রেজিস্ট্রেশন থাকতে হবে। পাশাপাশি ইউজিসি, রাজ্য সরকার এবং কাউন্সিল অফ আর্কিটেকচারের নিয়মবিধি অনুযায়ী অন্যান্য যোগ্যতা থাকাও জরুরি। এছাড়াও প্রার্থীদের প্রকাশিত গবেষণাপত্র, নিজস্ব পেটেন্ট, প্রকাশিত বই এবং কোনও নামী সংস্থায় শিক্ষকতা/ গবেষণা/ পেশাদারি অভিজ্ঞতা থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া আবেদনপত্র ডাউনলোড করে তা পূরণ করে বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠিয়ে আবেদন জানাতে পারবেন। সেইসঙ্গে জমা দিতে হবে সমস্ত নথিপত্র। আবেদনফি বাবদ ৫০০ টাকা জমা দিতে হবে অনলাইনেও। আবেদনের শেষ দিন ১১ অগাস্ট। নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিশদ তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পারেন৷