Presidency University: প্রেসিডেন্সির ভর্তি কবে থেকে শুরু? বিজ্ঞপ্তি দিল জয়েন্ট বোর্ড, জানুন বিশদে
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Presidency University: জয়েন্ট বোড জানিয়েছে ছাত্রছাত্রীরা ব়্যাঙ্ক কার্ড ইতিমধ্যেই ডাউনলোড করতে পারছেন
কলকাতা: প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার ফল প্রকাশ গত ৭ই জুলাই করেছে রাজ্য জয়েন্ট বোর্ড। তার কাউন্সিলিং আগামী শনিবার থেকে শুরু করতে চলেছে জয়েন্ট বোর্ড বলেই বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে। জয়েন্ট বোড জানিয়েছে ছাত্রছাত্রীরা ব়্যাঙ্ক কার্ড ইতিমধ্যেই ডাউনলোড করতে পারছেন। মোট তিনটি পর্যায়ে থাকবে কাউন্সিলিং প্রক্রিয়ার।
চয়েস ফিলিং, পছন্দ সহ বিষয় বাছাই এবং সবশেষে ভর্তি প্রক্রিয়া। তবে গোটা প্রক্রিয়াটি বিশদভাবে জানার জন্য ছাত্র-ছাত্রীদের জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ওয়েবসাইট মারফত দেখার নির্দেশ দেওয়া হয়েছে। আধিকারিকরা মনে করছেন অনলাইনে কাউন্সিলিং প্রক্রিয়া বিষয়টি শেষ করতে ২০ দিনেরও বেশি সময় লেগে যেতে পারে। সে ক্ষেত্রে রাজ্য সরকারের এডভাইজারি মেনে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে ক্লাস শুরু করা হবে বলেই দাবি প্রেসিডেন্সি কর্তৃপক্ষের।
advertisement
অনলাইন কাউনসিলিং প্রক্রিয়াটি শেষ হয়ে গেলে অনলাইনে ভর্তি প্রক্রিয়া করবে প্রেসিডেন্সি কর্তৃপক্ষ। সেক্ষেত্রে আগস্ট মাসের মাঝামাঝি গোটা প্রক্রিয়াটি শুরু করা যাবে বলে মত প্রেসিডেন্সির আধিকারিকদের। প্রেসিডেন্সির ভর্তি প্রক্রিয়া পাশাপাশি ইতিমধ্যেই জয়েনট এন্ট্রান্স অনলাইনে ইঞ্জিনিয়ারিং কাউন্সেলিং প্রক্রিয়া আজ থেকে শুরু করেছে।
advertisement
যদিও অনলাইনে কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হলেও এ বছর ইঞ্জিনিয়ারিং এর আসন বাড়িনি বলেই জানা গেছে। কিছু কিছু ক্ষেত্রে কোন কোন বিষয়ের আসন কমেছে আবার কোন কোন বিষয়ে আসন বেড়েছে। সেক্টর খবর কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মতো বিষয়গুলিতে এবারে একাধিক কলেজ আসন বাড়িয়েছে। যদিও সাম্প্রতিক সময়ে দেখা গেছে ইঞ্জিনিয়ারিং এর কয়েক হাজার আসন ফাঁকা থেকেছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও অনলাইন কাউন্সিলিং এ সব আসন পূরণ হয়নি বলেও সাম্প্রতিক সময় দেখা গেছে। যদিও ধরে তার পুনরাবৃত্তি হবার সম্ভাবনা কম বলেই দাবি করছেন উচ্চশিক্ষা দফতরের আধিকারিকরা।
advertisement
তার কারণ এবার অনেকটা আগেই গোটা প্রক্রিয়াটি শুরু করা সম্ভব হয়েছে। অন্যদিকে গতবার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও দেখা গেছে বেশ কিছু আসন ফাঁকা থেকে গেছিল। তাই এবারও তার পুনরাবৃত্তি হবে নাকি সেটাই দেখার। সোমরাজ বন্দ্যোপাধ্যায়
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
July 20, 2023 6:43 PM IST