যে কোনও স্ট্রিমে বিটেক বা ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং কোর্স থাকলে এবার দুর্দান্ত বেতনের চাকরির সুযোগ। গবেষণা সংক্রান্ত চাকরি দিচ্ছে ভারতের প্রযুক্তিবিদ্যার প্রাচীন প্রতিষ্ঠান আইআইটি খড়গপুর। ইতিমধ্যে প্রতিষ্ঠানের অফিশিয়াল ওয়েবসাইটে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিশেষ গবেষণা সংক্রান্ত কাজের জন্য নিয়োগ করা হবে কর্মী। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।(ছবি ও তথ্য: রঞ্জন চন্দ)
advertisement
advertisement
বিশেষ গবেষণা সংক্রান্ত কাজের জন্য প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট গ্রেড ২ নিয়োগ করবে ভারতের প্রযুক্তির প্রাচীন প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। গবেষণা সংক্রান্ত কাজের জন্য ইচ্ছে থাকলে আবেদন জানতে পারেন। মোটা অঙ্কের বেতনের চাকরির সুযোগ পেতে দেরি না করে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে।(ছবি ও তথ্য: রঞ্জন চন্দ)
advertisement
বিশেষ এক প্রকল্পে কাজের জন্য এই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে আইআইটি খড়গপুর। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ বা আইসিএমআর-এর আর্থিক সহযোগিতায় Development and Validation of an Immerssive Virtual Reality System Integrating Motor Imagery and Action Observation to Enhance Motor Recovery in Post-stroke rehabilitation: A Pragmatic Trial(VPS) প্রকল্পের কাজের জন্য প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট নিয়োগ করা হবে। অস্থায়ী ভিত্তিতে মোট একজন কর্মী নিয়োগ করবে আইআইটি খড়গপুর।(ছবি ও তথ্য: রঞ্জন চন্দ)
advertisement
যেকোনও বিষয়ে ব্যাচেলার অফ টেকনোলজি, ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি এবং তিন বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন জানাতে পারবেন। মোট একটি শূন্যপদে নিয়োগ করা হবে এই বিশেষ পদের জন্য। সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগ করা হবে একজন গবেষককে।(ছবি ও তথ্য: রঞ্জন চন্দ)
বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, আবেদনকারীর বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে নিযুক্ত ব্যক্তিকে প্রতিমাসে ৬৭ হাজার টাকা সাম্মানিক দেওয়া হবে। চুক্তিভিত্তিতে নিয়োগ করা হবে একজন ব্যক্তিকে।(ছবি ও তথ্য: রঞ্জন চন্দ)
অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে। আবেদনের জন্য প্রয়োজন নেই কোনও আবেদন মূল্য। ১৩ জানুয়ারি ২০২৬ এর মধ্যে অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে। আবেদন জানাতে গেলে প্রথমে আইআইটি খড়গপুরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে টেম্পোরারি জবস পজিশনে মূল বিজ্ঞপ্তি থেকে আবেদন জানাতে হবে। বিশদে জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।(ছবি ও তথ্য: রঞ্জন চন্দ)
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 03, 2026 2:28 PM IST






