গবেষণা সংক্রান্ত কাজের সুযোগ আইআইটি খড়্গপুরে। ডিপার্টমেন্ট অফ সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগের তত্ত্বাবধানে এবং মিনিস্ট্রি অফ সায়েন্স এন্ড টেকনোলজির অর্থপুষ্টে [Process for selective recovery of rare earth elements REEs from spent neodymium iron boron NdFeB magnets](FIB) এই প্রকল্পে কাজের জন্য কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে।
advertisement
আরও পড়ুন: মাধ্যমিকের পরেরদিনেই মাদ্রাসার ফলপ্রকাশ, ঘোষণা পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিএসসি বা ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা থাকলে আবেদন জানানো যাবে। কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদন জানাতে হলে আবেদনকারীকে ১০০ টাকা আবেদন মূল্য দিতে হবে।বয়সের সর্বোচ্চ সীমা ৫০ বছর। একটি মাত্র পদে আবেদন জানানো যাবে। নিযুক্ত ব্যক্তিকে মাসিক ২০০০০ হাজার টাকা সাম্মানিক দেওয়া হবে।
আরও পড়ুন: উচ্চ মাধ্যমিকে ঐচ্ছিক বিষয়-সহ তিনটিতে পাশ করতে পেতে হবে ৩০% নম্বর, জারি বিজ্ঞপ্তি
আবেদনের জন্য আইআইটি খড়্গপুরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে। আবেদন জানাতে গেলে প্রথমে আইআইটি খড়্গপুরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে টেম্পোরারি জবস পজিশনে গিয়ে আবেদন জানাতে পারবেন। বিশদে জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
রঞ্জন চন্দ