Madrasah: মাধ্যমিকের পরেরদিনেই মাদ্রাসার ফলপ্রকাশ, ঘোষণা পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের

Last Updated:

মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের পরের দিনই প্রকাশিত হবে মাদ্রাসার ফল। ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা বোর্ডের তরফে ৩ মে হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষার ফল ঘোষণা দিন করা হবে বলে জানানো হয়।

মাদ্রাসার ফলপ্রকাশ ৩রা মে।
মাদ্রাসার ফলপ্রকাশ ৩রা মে।
কলকাতা: মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের পরের দিনই প্রকাশিত হবে মাদ্রাসার ফল। ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা বোর্ডের তরফে ৩ মে হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষার ফল ঘোষণা দিন করা হবে বলে জানানো হয়। শনিবার সকাল সাড়ে ১০টায় পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের অফিস থেকে সাংবাদিক বৈঠকের মাধ্যমে ফল ঘোষণা করা হবে। চলতি বছর ১০ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষা হয়েছিল।
মাদ্রাসার মোট তিনটি স্তর মিলিয়ে চলতি বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬৫,১১০। এর মধ্যে হাই মাদ্রাসায় ৪৭,৩৭৬, আলিম পরীক্ষায় ১২,৫০৩ এবং ফাজিল পরীক্ষায় ৫,১২৫ জন পরীক্ষার্থী। ২০ জেলা মিলিয়ে ২০৬টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা হয়েছে। উল্লেখ্য, ২০২৪-এ মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬২,২৬৪ জন।
মধ্যশিক্ষা পর্ষদের মতোই ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা বোর্ড সিদ্ধান্ত নিয়েছিল, পরীক্ষা চলাকালীন কোনও পরীক্ষার্থী ইলেকট্রনিক্স গ্যাজেট ব্যবহার করতে গিয়ে ধরা পড়লে সংশ্লিষ্ট পরীক্ষার্থী সেই বছর আর পরীক্ষায় বসতে পারবে না এবং সেই বছর তার সব পরীক্ষা এবং রেজিস্ট্রেশন বাতিল করা হবে।
advertisement
advertisement
পরীক্ষার ফলাফল অনলাইনে বেলা ১২টা থেকে জানা যাবে। পরীক্ষার্থীরা সংশ্লিষ্ট ওয়েবসাইটে গিয়ে ফলাফল দেখে নিতে পারবেন। এ ছাড়াও ৩ মে থেকেই উত্তরবঙ্গ আঞ্চলিক অফিস, বহরমপুর বিতরণ কেন্দ্র (মুর্শিদাবাদ), নদিয়া ইংলিশ মিডিয়াম মডেল মাদ্রাসা, দার্জিলিং-এর সামসিয়া হাই মাদ্রাসা, কোচবিহারের সুকতাবারি এক্রামিয়া হাই মাদ্রাসা, পূর্ব মেদিনীপুরের পরমহংসপুর বরকাতিয়া হাই মাদ্রাসা, পশ্চিম বর্ধমানের এস এম আই হাই মাদ্রাসা,পূর্ব বর্ধমানের বর্ধমান হাই মাদ্রাসা, বাঁকুড়ার কেঁথারডাঙ্গা হাই মাদ্রাসা এবং বীরভূমের হামিদিয়া হাই মাদ্রাসার বিতরণ কেন্দ্র থেকে সরাসরি মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন বলেই দফতর থেকে জানানো হয়েছে।
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Madrasah: মাধ্যমিকের পরেরদিনেই মাদ্রাসার ফলপ্রকাশ, ঘোষণা পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement