আরও পড়ুনঃ AC- রুমে বালতি ভরে জল রাখছে সকলে? ভাবছেন কী হল? কারণ জানলে আপনিও করবেন আজ থেকেই
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশেষ এক প্রকল্পে কাজের জন্যে জুনিয়র রিসার্চ ফেলোশিপ নিয়োগ করবে আইআইটি খড়গপুর। আইআইটি খড়গপুরের কোরাল বিভাগের ব্যবস্থায় বিশেষ প্রকল্পে কাজের জন্য কর্মী নিয়োগ করা হবে। বিশেষ প্রকল্পে কাজের জন্য কর্মী নিয়োগ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মোটা অংকের বেতন। গবেষণার ইচ্ছে থাকলে এখনই আবেদন জানান।
advertisement
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, Ministry of Earth Sciences(Government of India, Earth System Science Organisation, Ministry of Earth Sciences এর আর্থিক সহযোগিতায় CRYOsphere Science Concluding in new Observations and Productive Exploitation(OPE) এই প্রকল্পে কাজের জন্য একজন কর্মী নিয়োগ করা হবে। জানানো হয়েছে, অস্থায়ী ভিত্তিতে একজন কর্মী নিয়োগ করবে সংশ্লিষ্ট বিভাগ। পাইথন, ম্যাটল্যাব সহ একাধিক প্রোগ্রামিং বিষয়ে অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়। বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে।
এই প্রকল্পে নিযুক্ত ব্যক্তিকে প্রতিমাসে ৩৭০০০ টাকা সাম্মানিক দেওয়া হবে। আবেদন জানানোর শেষ তারিখ ১৯ জুন ২০২৫। আবেদনের জন্য কোনও আবেদন মূল্য লাগবে না। বিশদে জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
রঞ্জন চন্দ