CISF Head Constable Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির (Job Vacancy) তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ৩১ মার্চ, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন করতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন- Virat Kohli's 100 Test: আহত বিরাট কোহলি, জল্পনা থাকলেও বেঙ্গালুরুতেই কি ১০০ তম টেস্ট!
CISF Head Constable Recruitment 2022: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ২৪৯টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (Central Industrial Security Force)
পদের নাম | স্পোর্টস কোটার অধীনে হেড কনস্টেবল পদ |
শূন্যপদের সংখ্যা | ২৪৯ |
কাজের স্থান | নয়াদিল্লি |
কাজের ধরণ | কিছু জানানো হয়নি |
নির্বাচন পদ্ধতি | স্পোর্টস ট্রায়াল |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | দ্বাদশ উত্তীর্ণ ও খেলাধূলার সার্টিফিকেট |
বেতনক্রম | কিছু জানানো হয়নি |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ দিন | ৩১.০৩.২০২২ |
CISF Head Constable Recruitment 2022: আবেদনের যোগ্যতা
প্রার্থীদের স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে। এছাড়াও রাজ্য/দেশীয় ও আন্তর্জাতিক স্তরে প্রার্থীদের খেলাধুলোয় সার্টিফিকেট থাকতে হবে।
বিশদে আবেদনের যোগ্যতা, বয়সসীমা ও বেতনক্রম ইত্যাদি জানতে প্রার্থীরা এই লিঙ্কটি দেখতে পারেন- http://davp.nic.in/WriteReadData/ADS/eng_19113_5_2122b.pdf
CISF Head Constable Recruitment 2022: নির্বাচন পদ্ধতি
প্রার্থীদের ডকুমেন্টেশন টেস্ট, ট্রায়াল টেস্ট ফিজিক্যাল টেস্ট ইত্যাদির মাধ্যমে নির্বাচন করা হবে। বাছাই করা প্রার্থীদের মেডিক্যাল টেস্টের জন্য অ্যাডমিট কার্ড পাঠানো হবে।
আরও পড়ুন - Quinton de Kocks Retirement: ২৯- এ অবসর কুইন্টন ডি ককের, তাজ্জব কোচ মার্ক বাউচার
CISF Head Constable Recruitment 2022: আবেদন ফি
প্রার্থীদের জন্য আবেদন ফি বাবদ ১০০ টাকা ধার্য করা হয়েছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডিমান্ড ড্রাফট বা পোস্টাল অর্ডারের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে। তফসিলি জাতি ও উপজাতি এবং মহিলা প্রার্থীদের আবেদন ফি বাবদ কোনও অর্থ দিতে হবে না।