Virat Kohli's 100 Test: আহত বিরাট কোহলি, জল্পনা থাকলেও বেঙ্গালুরুতেই কি ১০০ তম টেস্ট!
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
পিঠের পুরনো ব্যাথার কারণে মাঠে নামতে পারেননি বিরাট কোহলি (Virat Kohli)৷ এর ফলে পিছিয়ে গেল বিরাট কোহলির ১০০তম টেস্ট খেলা (Virat Kohli's 100 Test)৷
#জোহনেসবার্গ: পিঠের চোটের কারণে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (Ind vs SA) টেস্ট সিরিজে দ্বিতীয় টেস্ট খেলা হল না বিরাট কোহলির (Virat Kohli)৷ ওয়ান্ডারার্সে দ্বিতীয় টেস্টে বিরাট কোহলির পরিবর্তে অধিনায়ক হলেন কেএল রাহুল (KL Rahul)৷ জোহনসবার্গে কে এল রাহুল ভারতের অধিনায়ক৷ এদিন মাঠে নামার আগে সম্প্রচারকারী টিভি সংস্থা দেখায় বিরাট কোহলি হাসছেন এবং টিমের সতীর্থদের জন্য হাত নাড়ছেন৷ তিনি পিঠের পুরনো ব্যাথার কারণে মাঠে নামতে পারেননি বিরাট কোহলি (Virat Kohli)৷ এর ফলে পিছিয়ে গেল বিরাট কোহলির ১০০তম টেস্ট খেলা (Virat Kohli's 100 Test)৷
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (Ind vs SA) দ্বিতীয় টেস্টে বিরাট কোহলি (Virat Kohli) না থাকায় টস করতে নামেন কেএল রাহুল (KL Rahul)৷ তিনি বলেন, ‘‘দুর্ভাগ্য বিরাটের পিঠের ওপরের দিকে চোট, ফিজিও কাজ করছেন, আশা করা যাচ্ছে পরের টেস্টের আগে তিনি ঠিক হয়ে যাবেন৷’’ এদিন ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টে টসে জেতেন দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক কেএল রাহুল৷ সেখানেই তিনি এই কথা বলেন৷
advertisement
Toss Update - KL Rahul has won the toss and elects to bat first in the 2nd Test.
Captain Virat Kohli misses out with an upper back spasm.#SAvIND pic.twitter.com/2YarVIea4H — BCCI (@BCCI) January 3, 2022
advertisement
জোহনেসবার্গে এদিনের ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ খেললে বিরাট কোহলি (Virat Kohli) নিজের কেরিয়ারের ৯৯ তম আন্তর্জাতিক ম্যাচ খেলতেন, তাহলে কেপটাউনে তৃতীয় টেস্ট ম্যাচে বিরাট কোহলি ১০০ তম টেস্ট ম্যাচ খেলতেন৷ কিন্তু এদিনের ম্যাচে না খেলায় বেঙ্গালুরুতে নিজের কেরিয়ারের ১০০ তম টেস্ট ম্যাচ খেলবেন৷
advertisement
এদিকে ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে আসেন কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)৷ সেখানে তিনি বলেছিলেন, ‘‘বিরাট কোহলি কেপটাউনে ১০০ তম টেস্ট (Virat Kohli's 100 Test) ম্যাচ খেলতে চলেছেন, ওরা (BCCI’s in-house media team) বলেছে ওই জন্য তাঁরা তাঁকে রেখে দিয়েছে৷ নিজের ১০০তম টেস্ট ম্যাচের আগে উনি আসবেন৷ আর আপনারা বিশাল ধুমধামের সঙ্গে সেলিব্রেট করবেন৷ বড় ধুমধামের সঙ্গে আপনারা তাঁকে প্রশ্ন করবেন৷ আপনারা তাঁকে ১০০ তম টেস্ট ম্যাচ নিয়ে সবরকম প্রশ্ন করবেন৷’’
advertisement
দক্ষিণ আফ্রিকা সিরিজের পরেই ভারত ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে৷ ফলে বিরাট কোহলির ঐতিহাসিক ১০০ তম টেস্ট ম্যাচ (Virat Kohli's 100 Test) খেলার ভ্যেনু হবে ভারতের মাঠ, শুধু তাই নয় দীর্ঘদিন আরসিবি-র জার্সিতে খেলা হোম গ্রাউন্ড বেঙ্গালুরুতে হবে ম্যাচ৷
advertisement
This is not the first time Virat Kohli has had a troubled back. What makes him tick is his ability to return from an injury smoothly. That's where extreme fitness comes into play.
As for the 100th Test now in Bangalore: BCCI & broadcasters will be laughing their way to the bank. — KSR (@KShriniwasRao) January 3, 2022
advertisement
AB de Villiers played his 100th Test match in M Chinnaswami Stadium, Bangalore and now Virat Kohli will.
Just Best friends things. ❤️ pic.twitter.com/GbOqq6JAqm — Aditya Saha (@Adityakrsaha) January 3, 2022
যা ফেব্রুয়ারির ২৫ তারিখে হওয়ার কথা৷ যা দিল্লির পর কোহলির দ্বিতীয় হোম ভ্যেনু৷ দীর্ঘদিন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে খেলেছেন তিনি৷
advertisement
কোহলির (Virat Kohli) পিঠের এই ব্যাথা এই প্রথম নয়৷ এর আগেও একাধিকবার এই ব্যাথার কারণে মাঠেই চিকিৎসা নিয়েছেন তিনি৷ তাঁকে ছাড়া এই ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টে খেলতে নামা মানে নিজেদের সেরা ব্যাটসম্যানকে ছাড়া জোহনেসবার্গের ওয়ান্ডারার্সে খেলতে নামা৷ এদিন বিরাট কোহলির জায়গায় দলে এসেছেন হনুমা বিহারী৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 03, 2022 4:10 PM IST