শীত নামলেই দামোদরের চর থেকে শুরু করে আশপাশের বিভিন্ন প্রান্তে ভিড় জমায় পর্যটকরা। সেই ভিড় টানতেই বর্ধমান ২ ব্লকের বড়শুল ২ পঞ্চায়েতের উদ্যোগে প্রায় ১০০ একর এলাকা জুড়ে পিকনিক স্পট তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। যদিও এই এলাকায় পিকনিক স্পট করার উদ্যোগ আগেও নেওয়া হয়েছিল, শুরু হয়েছিল কাজও। বিভিন্ন কারণবশত তা বন্ধ হয়ে যায় কিন্তু এবছর শীতে আগে এই জায়গাকে সাজিয়ে তোলার উদ্যোগ নিয়েছে পঞ্চায়েত। বেলনা জোড়বাঁধ এলাকায় অবস্থিত এই স্থানটি প্রকৃতিপ্রেমীদের জন্য এক আদর্শ জায়গা। এখানে রয়েছে তিনটি বড় পুকুর, আম ও অন্যান্য গাছ। সবুজে ঘেরা এই শান্ত পরিবেশে নানা প্রজাতির পাখি ও প্রজাপতির আনাগোনা সহজেই চোখে পড়ে।
advertisement
আরও পড়ুনঃ পাখির মতো আকাশের বুকে ভেসে উপভোগ করুন কাঞ্চনজঙ্ঘার ৩৬০ ডিগ্রি ভিউ! কোথায় জানুন এক ক্লিকে
যোগাযোগ ব্যবস্থার দিক থেকেও জায়গাটি অত্যন্ত সুবিধাজনক। কলকাতা থেকে ট্রেনে শক্তিগড় স্টেশন হয়ে বা ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে মাত্র ৪ কিমি পথ, আমড়া তথা শক্তিগড় ল্যাংচা বাজার থেকে ৩ কিমি এবং বর্ধমান শহর থেকে সেচখাল বা ডিভিসি বাঁধ ধরে ৮-৯ কিমি দূরত্বে পৌঁছে যাওয়া যায় প্রস্তাবিত এই স্পটে। প্রধান রমেশ চন্দ্র সরকার জানিয়েছেন, ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত প্রধান থাকার সময় পিকনিক স্পটের কাজ অনেকটাই এগিয়েছিল। বসার চেয়ার বসানো, পুকুর চারদিকে রাস্তা তৈরির মতো কাজ সম্পূর্ণ হয়েছিল। তবে আর্থিক সমস্যার কারণে মাঝপথে কাজ বন্ধ থাকে।
এবার পুনরায় উদ্যোগ নেওয়া হচ্ছে, সেপ্টেম্বর থেকেই কাজ শুরু হবে। কাজ ঠিকভাবে সম্পন্ন হলে এই শীতের মরশুমেই পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে পিকনিক স্পট। ফলে একদিকে যেমন পিকনিক স্পটকে কেন্দ্র করে এলাকায় কর্মসংস্থান বাড়বে তেমনই বাড়বে পঞ্চায়েতের আয়ও।