দক্ষতা উন্নয়নের মাধ্যমে যুবক-যুবতীদের স্বাবলম্বী করে তোলা ও চাকরির উপযুক্ত করা। কাজের ভাল চাহিদা রয়েছে, সেই সমস্ত দিক গুরুত্ব দিয়ে প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হচ্ছে হাওড়ায়। যে সমস্ত বিষয়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে তা হল, হসপিটাল ফ্রন্ট অফিস, বিলিং এক্সিকিউটিভ, জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট ডায়েটেটিক এইডের মতো গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়কে সামনে রেখে প্রশিক্ষণ বা কোর্স করান হচ্ছে এখানে।
advertisement
আরও পড়ুন: ‘এত দীর্ঘ প্রতীক্ষা কাঙ্ক্ষিত নয়’, ভারতে শিশু দত্তক নেওয়ার পদ্ধতি সংস্কারের বার্তা সুপ্রিম কোর্টের
বর্তমান বাজার অনুযায়ী বা চাকরির সুবিধায় এমন কতকগুলি বিষয়কে বেছে নেওয়া হয়েছে যেগুলি প্রশিক্ষণ নিয়ে খুব সহজে কাজে যুক্ত হতে পারবেন ছেলে মেয়েরা। বর্তমানে সময়ে হাওড়া কলকাতার মত শহরে স্বাস্থ্য বিষয়ক নানা কাজের সুযোগ রয়েছে। এখানে প্রশিক্ষণ নিয়ে খুব সহজেই সেই সমস্ত বিভাগে কাজে যুক্ত হয়ে নিজেদের আয় সুনিশ্চিত করতে পারে খুব সাধারণ পরিবারের ছেলেমেয়েরা।
বর্তমান সময়ে কাজের অভাব দেখা দিয়েছে যুব প্রজন্মের কাছে। সঠিক প্রশিক্ষণের অভাব বাহ সঠিক পথ নির্ণয় না করার ফলে শিক্ষিত হয়েও হাতে কাজ পাচ্ছে না যুবসমাজ। যুব প্রজন্মের হাতে কাজ পৌঁছে দেওয়ার লক্ষ্যে স্বেচ্ছাসেবী সংগঠনের বিশেষ উদ্যোগ। এই বাজারেও বহু সেক্টরে প্রচুর কাজের সুযোগ রয়েছে। তার মধ্যে অন্যতম হল হেলথ সেক্টর, যেখানে প্রশিক্ষিত ছেলেমেয়েদের ভাল বেতনের কাজ সব সময়ই প্রায় সুযোগ থাকে।
আরও পড়ুন: তখন মাঝরাত, কলকাতা মেট্রোর গভীর সুড়ঙ্গে কার দেহ মিলল! যা ঘটল, চমকে উঠল লালবাজারও
সেইদিক গুরুত্ব রেখে এবার হাওড়ায় স্বাস্থ্য বিষয়ক নানা বিভাগে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ। মাইকেল ও সুসান ডেলপি ফাউন্ডেশন-এর আর্থিক সহায়তায়, টেক মাহিন্দ্রা ফাউন্ডেশন এবং কিডনি কেয়ার সোসাইটির যৌথ উদ্যোগে এই প্রশিক্ষণ। ১৮ -২৯ বছর বয়সী ছেলে মেয়েরা এই সুযোগ নিতে পারেন। এই প্রশিক্ষণ চলছে রামকৃষ্ণপুর লেন, শিবপুর, হাওড়া।