Kolkata Metro Body Recovery Update: তখন মাঝরাত, কলকাতা মেট্রোর গভীর সুড়ঙ্গে কার দেহ মিলল! যা ঘটল, চমকে উঠল লালবাজারও

Last Updated:

Kolkata Metro Body Recovery Update: ঘণ্টার পর ঘণ্টা পার, কলকাতা মেট্রো সুড়ঙ্গে উদ্ধার দেহ কার? পরিচয় জানতে মাঠে নামল লালবাজার।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
কলকাতা: মেট্রো রেলের সুড়ঙ্গের ভিতরে উদ্ধার হল এক অজ্ঞাতপরিচয় যুবকের দেহ৷ পার্ক স্ট্রিট স্টেশন থেকে ধর্মতলার দিকে যাওয়ার লাইনে স্টেশন থেকে ১০০ মিটার দূরে ওই দেহটি পড়েছিল বলে খবর৷ মেট্রো টানেলের ভিতর থেকে উদ্ধার দেহ যুবকের পরিচয় জানতে কলকাতা পুলিশের সমস্ত থানা, পাশের পুলিশ কমিশনারেট ও জেলা পুলিশের কাছে ছবি পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে খবর, কোনও থানায় গত কয়েক দিনে কোনও নিখোঁজ ডায়েরি হয়েছে কি না খোঁজ নেওয়া হচ্ছে। কেউ যদি তাঁদের পরিবারের কোনও সদস্য নিখোঁজ ডায়েরি করে থাকলে যোগাযোগ করতে বলা হয়েছে লালবাজারের তরফে।
আরও পড়ুন: স্ত্রী বাপের বাড়িতে, তখন পরিচারিকাকে ধ*র্ষ*ণ! যেতে হয় জেলে, সাইনি আহুজা এখন কোথায়? ছবি দেখলে চিনতে পারবেন না
রাত ২.১৫ মিনিট নাগাদ আরপিএফ-এর হেল্পলাইন থেকে দেহ পড়ে থাকার খবর পায় নিউ মার্কেট থানার পুলিশ৷ এর পরই ওই দেহটি উদ্ধার করা হয়৷ প্রাথমিক খবর অনুযায়ী, মৃত যুবকের বয়স আনুমানিক ২৫ বছর৷ আরপিএফ-এর টহলদারি দলই প্রথম ওই যুবকের দেহ দেখতে পায়৷ ঘটনার তদন্ত শুরু করেছে নিউ মার্কেট থানার পুলিশ৷
advertisement
advertisement
আরও পড়ুন: লালগোলাতে হঠাৎই হাজির পুলিশ! যা উদ্ধার হল, তাজ্জব সকলেই
পরণে কালো টি শার্ট- নীল জিনস৷ ডান হাতের কবজিতে পোড়া দাগ৷ বৃহস্পতিবার গভীর রাতে এই অবস্থাতেই পার্ক স্ট্রিট স্টেশনের কাছে উদ্ধার হল এক যুবকের দেহ৷ এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে মেট্রো রেলে৷ কীভাবে মেট্রো সুড়ঙ্গের অত ভিতরে ওই ব্যক্তি ঢুকে পড়লেন তা নিয়েও উঠছে প্রশ্ন।
advertisement
অমিত সরকার
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Metro Body Recovery Update: তখন মাঝরাত, কলকাতা মেট্রোর গভীর সুড়ঙ্গে কার দেহ মিলল! যা ঘটল, চমকে উঠল লালবাজারও
Next Article
advertisement
Purba Bardhaman News: 'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যের পর তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যে তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
  • এবার 'ছায়া' শত্রুর নাম সামনে আনলেন পূর্ব বর্ধমান জেলার তৃণমূলে কংগ্রেসের  সভাপতি  রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। বর্ধমানে দলের বিজয়া সম্মেলনে তিনি বলেছিলেন, 'এখন লড়াই বাম আমলের থেকেও কঠিন। এখন ছায়ার সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে।'

VIEW MORE
advertisement
advertisement