JKSSB Recruitment 2021: আবেদনের তারিখ | বোর্ডের তরফে জানানো হয়েছে যে, আবেদন প্রক্রিয়া শুরু হবে ৯ অক্টোবর থেকে। প্রার্থীদের আগামী ৯ নভেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্র জমা দিতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে JKSSB-এর অফিসিয়াল ওয়েবসাইটেই jkssb.nic.in প্রার্থীরা আবেদনপত্র পেয়ে যাবেন। |
JKSSB Recruitment 2021: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ | বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, মোট ৪৬২টি পদ রয়েছে বলে জানানো হয়েছে। এদের মধ্যে জলশক্তি বিভাগ, হর্টিকালচার বিভাগ, এগ্রিকালচার প্রোডাকশন এবং ফার্মার ওয়েলফেয়ার ইত্যাদি বিভাগের বিভিন্ন পদে নিয়োগ করা হবে। |
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য: | সংস্থা: জম্মু এবং কাশ্মীর সার্ভিস সিলেকশন বোর্ড (JKSSB) পদের নাম: জলশক্তি বিভাগ, হর্টিকালচার বিভাগ, এগ্রিকালচার প্রোডাকশন এবং ফার্মার ওয়েলফেয়ার বিভাগের বিভিন্ন পদ শূন্যপদের সংখ্যা: ৪৬২ কাজের স্থান: জম্মু এবং কাশ্মীর কাজের ধরন: সরকারি নির্বাচন পদ্ধতি: লিখিত পরীক্ষা আবেদন প্রক্রিয়া শুরু: ০৯.১০.২০২১ শিক্ষাগত যোগ্যতা: কিছু জানানো হয়নি বেতনক্রম: কিছু জানানো হয়নি আবেদন পদ্ধতি: অনলাইন আবেদনের শেষ দিন: ২৯.১০.২০২১ |
JKSSB Recruitment 2021: নির্বাচন পদ্ধতি | প্রার্থীদের উল্লিখিত পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা নেওয়া হবে। সে ক্ষেত্রে অবজেক্টিভ ধরণের প্রশ্নপত্র থাকবে। নির্দিষ্ট সময়ের পর পরীক্ষার উত্তরপত্র বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে www.jkssb.nic.in দিয়ে দেওয়া হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য .০.২৫ নম্বর কেটে নেওয়া হবে। সার্ভিস বোর্ড সূত্রে জানানো হয়েছে যে, যদি প্রার্থীদের উত্তরপত্র নিয়ে কোনও সমস্যা থাকে তাহলে তাঁরা জানাতে পারবেন। সে ক্ষেত্রে উত্তরপত্র যাচাইয়ের পর বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচনা করা হবে। |
advertisement
প্রার্থীদের লিখিত পরীক্ষার ১ সপ্তাহ আগে অ্যাডমিট কার্ড দেওয়া হবে। পরীক্ষার সময় প্রার্থীদের অ্যাডমিট কার্ড/ রোল নম্বর কার্ড/ স্লিপের প্রিন্ট কপি নিয়ে আসা বাধ্যতামূলক।
আরও পড়ুন: পাবলিক সার্ভিস কমিশনে লেকচারার, হর্টিকালচার অফিসার পদে নিয়োগ! কী ভাবে আবেদন করবেন?
Location :
First Published :
October 01, 2021 3:55 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
JKSSB Recruitment 2021: জলশক্তি-হর্টিকালচার-এগ্রিকালচারে প্রচুর নিয়োগ! সরকারি চাকরি সম্পর্কে জেনে নিন বিশদে