বায়োটেকনোলজি (Biotechnology) বিভাগে সায়েন্টিস্ট নিয়োগে শূন্যপদের বিবরণ -
মোট ৬টি শূন্যপদ রয়েছে। যার মধ্যে পাঁচটি C পদ রয়েছে এবং একটি A বা গেজেটেড পদ রয়েছে।
বায়োটেকনোলজি বিভাগে সায়েন্টিস্ট নিয়োগে শূন্যপদে আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ -
আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদন করা যাবে ১৫ নভেম্বর, ২০২১ পর্যন্ত।
advertisement
বায়োটেকনোলজি বিভাগে সায়েন্টিস্ট নিয়োগে শূন্যপদে আবেদনের যোগ্যতা -
আবেদনের (Application) জন্য প্রার্থীদের কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে লাইফ সায়েন্সে বা ভেটেরিনারি সায়েন্সে মাস্টার্স থাকতে হবে। অথবা ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি, ব্যাচেলর অফ ইঞ্জিনিয়রিং অথবা ব্যাচেলর অফ টেকনোলজি ডিগ্রি থাকতে হবে বায়োটেকনোলজি বিভাগে।
এছাড়াও প্রার্থীদের ইন্ডাস্ট্রিয়াল বা অ্যাকাডেমিক ইনস্টিটিউশন বা সায়েন্স ও টেকনোলজিতে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বায়োটেকনোলজি বিভাগে সায়েন্টিস্ট নিয়োগে শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া -
কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, একটি ধাপেই বাছাই প্রক্রিয়া হবে এক্ষেত্রে। যাতে ইন্টারভিউ বা পার্সোনাল ইন্টাব়্যাকশনের (Interview or personal interaction) মাধ্যমে প্রার্থীদের বেছে নেওয়া হবে। যদি একান্ত প্রয়োজন পড়ে সেক্ষেত্রে স্ক্রিনিং প্রসেসে লিখিত পরীক্ষা নেওয়া হবে। যা নেবে কেন্দ্রীয় সরকার বা সরকার কর্তৃক প্রদত্ত কোনও সংস্থা।
বায়োটেকনোলজি বিভাগে সায়েন্টিস্ট নিয়োগে অন্যান্য তথ্য -
যাদের বাছাই করা হবে এই ৬টি পদের জন্য, তাদের প্রথমে এক বছরের প্রোবেশনে থাকতে হবে। এই সময়কালে প্রত্যেককে ট্রেনিং দেওয়া হবে কাজের। এবং তারপর প্রোবেশন শেষ হলে বাকি প্রক্রিয়া হবে।
নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য -
সংস্থা - কেন্দ্রীয় সরকারের বায়োটেকনোলজি বিভাগ
পদ - সায়েন্টিস্ট
পদের সংখ্যা - ৬
যোগ্যতা - স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে লাইফ সায়েন্সে বা ভেটেরিনারি সায়েন্সে মাস্টার্স থাকতে হবে (Application requirement)। অথবা ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি, ব্যাচেলর অফ ইঞ্জিনিয়রিং অথবা ব্যাচেলর অফ টেকনোলজি ডিগ্রি থাকতে হবে বায়োটেকনোলজি বিভাগে। অভিজ্ঞতাও সঙ্গে থাকতে হবে।
বেতন কাঠামো - পে ম্যাট্রিক্স ১১ অনুযায়ী
আবেদন শুরু - চলছে
আবেদন শেষ - ১৫ নভেম্বর, ২০২১
আবেদনের মাধ্যম - অনলাইন (Online)
গুরুত্বপূর্ণ ওয়েবসাইট - dbtindia.gov.in
নিয়োগ প্রক্রিয়া - পার্সোনাল ইন্টাব়্যাকশন বা ইন্টারভিউ