TRENDING:

IBPS Recruitment 2021: ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশনে শুরু হচ্ছে রেজিস্ট্রেশন, জেনে নিন বিস্তারিত!

Last Updated:

কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, শূন্যপদ অনুযায়ী নিয়োগ করা হবে। তবে, ওয়েটিং লিস্ট ৩১ মার্চ, ২০২২ পর্যন্ত মেইনটেইন করা হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: IBPS রিক্রুটমেন্ট, ২০২১-এর জন্য আবেদন প্রত্রিয়া শুরু করছে ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পারসোনেল সিলেকশন। ফ্যাকাল্টি-সহ বেশ কয়েকটি পদে নিয়োগ করা হবে। আবেদন করা যাবে IBPS-এর অফিসিয়াল ওয়েবসাইট ibps.in থেকে। আবেদনের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে আগামিকাল।
advertisement

কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, শূন্যপদ অনুযায়ী নিয়োগ করা হবে। তবে, ওয়েটিং লিস্ট ৩১ মার্চ, ২০২২ পর্যন্ত মেইনটেইন করা হবে।

আরও পড়ুন: https://bengali.news18.com/news/business/steps-to-file-e-nomination-for-pf-account-dc-667377.html

IBPS-এ নিয়োগে শূন্যপদের বিবরণ -

ক'টি পদে নিয়োগ হবে তা সঠিকভাবে জানানো হয়নি কিন্তু বিভাগগুলি সম্পর্কে স্পষ্ট করা হয়েছে। রয়েছে -

১. অ্যাসিস্ট্যান্ট প্রফেসর

২. ফ্যাকাল্টি রিসার্চ অ্যাসোসিয়েট

advertisement

৩. রিসার্চ অ্যাসোসিয়েট

৪. হিন্দি অফিসার

৫. IT ইঞ্জিনিয়ার (ডেটা এন্ট্রি)

৬. IT ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর

৭. সফটওয়্যার ডেভেলপস অ্যান্ড টেস্টার (ফ্রন্টএন্ড, ব্যাকএন্ড)

আরও পড়ুন: https://bengali.news18.com/news/business/check-your-pf-balance-in-just-few-minutes-by-following-simple-steps-dc-667354.html

IBPS-এ নিয়োগে শূন্যপদে আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ -

আবেদনের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে আগামীকাল অর্থাৎ অক্টোবর ১, ২০২১ থেকে। রেজিস্ট্রেশন চলবে ১৪ অক্টোবর, ২০২১ পর্যন্ত।

advertisement

IBPS-এ নিয়োগে শূন্যপদে আবেদনের যোগ্যতা -

প্রত্যেকটি বিভাগের জন্য যোগ্যতা ভিন্ন। যোগ্যতা সম্পর্কিত সম্পূর্ণ তথ্য IBPS-এর অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।

IBPS-এ নিয়োগে শূন্যপদে আবেদনের ফি -

আবেদনের জন্য ফি বাবদ প্রত্যেককে ১০০০ টাকা করে দিতে হবে।

ডেবিট কার্ড (RuPay/ Visa/ Master Card/ Maestro), ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, IMPS, ক্যাশ কার্ড ও মোবাইল ওয়ালেটের মাধ্যমে ফি জমা দেওয়া যাবে।

advertisement

আরও পড়ুন: https://bengali.news18.com/news/astrology/money-related-and-financial-condition-for-30th-september-according-to-zodiac-signs-tc-dc-667292.html

IBPS-এ শূন্যপদে নিয়োগের প্রক্রিয়া -

আবেদন প্রক্রিয়া শেষের কতদিন পর নিয়োগ প্রক্রিয়া শুরু হবে তা জানা যায়নি। তবে, নিয়োগের ক্ষেত্রে বাছাই করা হবে পরীক্ষার মাধ্যমে। আবেদনকারীদের প্রথমে লিখিত পরীক্ষা দিতে হবে (এই পরীক্ষা প্রত্যেকটি পোস্টের জন্যই নেওয়া হবে)। লিখিত পরীক্ষায় পাশ করার পর ইন্টারভিউ দিতে হবে।

advertisement

এই সংক্রান্ত বাকি তথ্যও বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য -

সংস্থা - IBPS

পদ - অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ফ্যাকাল্টি রিসার্চ অ্যাসোসিয়েট, রিসার্চ অ্যাসোসিয়েট, হিন্দি অফিসার, IT ইঞ্জিনিয়ার (ডেটা এন্ট্রি), IT ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, সফটওয়্যার ডেভেলপস অ্যান্ড টেস্টার (ফ্রন্টএন্ড, ব্যাকএন্ড)

পদের সংখ্যা - জানা যায়নি

রেজিস্ট্রেশন শুরু হচ্ছে - আগামীকাল

রেজিস্ট্রেশনের শেষ তারিখ - ১৪ অক্টোবর, ২০২১

আবেদনের মাধ্যম- অনলাইন

আবেদন করা যাবে - ibps.in থেকে

আবেদনের ফি - ১০০০ টাকা

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

নিয়োগ প্রক্রিয়া - লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে।

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
IBPS Recruitment 2021: ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশনে শুরু হচ্ছে রেজিস্ট্রেশন, জেনে নিন বিস্তারিত!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল