আবেদনের তারিখ:
প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে যে, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীরা আগামী ২৫ অক্টোরব, ২০২১ তারিখ পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন। অনলাইন ও অফলাইন দু’ভাবেই আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা UCIL-এর অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন।
আরও পড়ুন: ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডে শীঘ্রই নিয়োগ, দেরী না করে আজই আবেদন করুন...
advertisement
শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ:
প্রতিষ্ঠানের তরফে মোট ৬টি পদ রয়েছে বলে জানানো হয়েছে।
অ্যাসিসট্যান্ট সুপারিন্টেনডেন্ট (সিভিল): ২টি পদ
সুপারভাইজার (সিভিল): ৪টি পদ
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (UCIL) |
পদের নাম | অ্যাসিস্ট্যান্ট সুপারিন্টেনডেন্ট এবং সুপারভাইজার |
শূন্যপদের সংখ্যা | ৬ |
কাজের স্থান | কিছু জানানো হয়নি |
কাজের ধরন | বেসরকারি কাজ |
নির্বাচন পদ্ধতি | কিছু জানানো হয়নি |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | কিছু জানানো হয়নি |
বেতনক্রম | অ্যাসিস্ট্যান্ট সুপারিন্টেনডেন্ট (সিভিল)- ৬১৩৬০, সুপারভাইজার (সিভিল)- ৪৬০২০ |
আবেদন পদ্ধতি | অনলাইন এবং অফলাইন |
আবেদনের শেষ দিন | ২৫.১০.২০২১ |
আবেদন পদ্ধতি:
প্রার্থীদের ওয়েবসাইটে প্রদত্ত আবেদনপত্রের সঙ্গে এক কপি রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি, বয়সের প্রমাণপত্রের জন্য ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট এবং অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টের সেলফ-অ্যাটাস্টেড করা জেরক্স কপি যেমন, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, অভিজ্ঞতা, কাস্ট সার্টিফিকেট, মেডিক্যাল সার্টিফিকেট (শারীরিক প্রতিবন্ধীদের জন্য) সহ প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজারের ঠিকানায় পাঠাতে হবে। সে ক্ষেত্রে নিয়োগের বিজ্ঞপ্তিপত্রেই প্রতিষ্ঠানের সম্পূর্ণ ঠিকানা দেওয়া রয়েছে।
আরও পড়ুন: সুখবর! চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্ক্সে শীঘ্রই নিয়োগ, মাধ্যমিক পাশ হলে এখুনি আবেদন করুন...
বেতনক্রম:
অ্যাসিস্ট্যান্ট সুপারিন্টেনডেন্ট (সিভিল) পদে মূলত এক বছরের চুক্তির সাপেক্ষে নিয়োগ হবে। প্রার্থীদের প্রতি মাসে বেতন বাবদ ৬১ হাজার ৩৬০ টাকা। অন্য দিকে, সুপারভাইজার (সিভিল) পদের জন্যেও এক বছরের সময়সীমা ধার্য করা হয়েছে এবং প্রার্থীদের মাসিক ৪৬ হাজার ২০ টাকা বেতন দেওয়া হবে।
আরও পড়ুন: দারুন খবর! কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, উচ্চ মাধ্যমিক পাশ হলে আজই আবেদন করুন...
বয়সসীমা:
UCIL কর্তৃপক্ষ অভিজ্ঞতা সম্পন্ন ডিগ্রি ও ডিপ্লোমাপ্রাপ্ত ইঞ্জিনিয়ার প্রার্থীদের কাছে আমন্ত্রণ জানিয়েছে উল্লিখিত পদে আবেদন করার জন্য। সে ক্ষেত্রে প্রতিষ্ঠান মারফত যথাক্রমে ৩০ এবং ৩৫ বছরের বয়সসীমা ধার্য করা হয়েছে।