TRENDING:

Recruitment 2021|| সুখবর! কেন্দ্রীয় সরকারি সংস্থায় প্রচুর পদে নিয়োগ! দেরি না করে এখনই আবেদন করুন...

Last Updated:

Recruitment 2021 apply soon: ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা এই বিষয়ে আরও বিশদে জানতে IREL-এর অফিসিয়াল ওয়েবসাইটে irel.co.in গিয়ে খোঁজ নিতে পারেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা ইন্ডিয়ান রেয়ার আর্থস লিমিটেড (Indian Rare Earths Limited) সম্প্রতি এক বিজ্ঞপ্তি জারি করে ট্রেনি ও অন্যান্য পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু করেছে। ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা এই বিষয়ে আরও বিশদে জানতে IREL-এর অফিসিয়াল ওয়েবসাইটে irel.co.in গিয়ে খোঁজ নিতে পারেন।
চাকরির খবর।
চাকরির খবর।
advertisement

আবেদনের তারিখ:

বিজ্ঞপ্তি থেকে প্রাপ্ত খবর অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে, প্রার্থীরা আগামী ৫ অক্টোবর, ২০২১ তারিখ পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন।

আরও পড়ুন: দারুন খবর! পাবলিক সার্ভিস কমিশনের অধীনে একাধিক পদে শীঘ্রই নিয়োগ, আজই আবেদন করুন...

শূন্যপদের সংখ্যা:

প্রতিষ্ঠানের তরফে মোট ৫৪টি পদ রয়েছে বলে জানানো হয়েছে।

advertisement

শূন্যপদের বিস্তারিত বিবরণ:

গ্র্যাজুয়েট ট্রেনি (ফাইন্যান্স)
গ্র্যাজুয়েট ট্রেনি (এইচআর)
ডিপ্লোমা ট্রেনি (টেকনিক্যাল) ১৮
জুনিয়ার সুপারভাইজার (রাজভাষা)
পার্সোনাল সিকিউরিটি
ট্রেডসম্যান ট্রেনি (আইটিআই) ২০

আরও পড়ুন: ব্যাঙ্কে অফিসার পদে প্রচুর নিয়োগ! যে কোনও শাখায় স্নাতক হলে আজই আবেদন করুন...

advertisement

শিক্ষাগত যোগ্যতা:

যে সকল প্রার্থীরা উল্লিখিত পদে আবেদন করতে ইচ্ছুক এবং পদসংক্রান্ত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা সহ অন্যান্য বিষয়ে বিশদে জানতে চান, তাঁরা এই লিঙ্কে গিয়ে খোঁজ নিতে পারেন- https://irel.co.in/documents/20126/167125/Detailed+Advt_COHRM072021.pdf/6d6f7e13-8bae-d761-1778-c9c93b0cda30?t=1631982123634

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থা ইন্ডিয়ান রেয়ার আর্থস লিমিটেড (IREL)
পদের নাম গ্র্যাজুয়েট ট্রেনি, ডিপ্লোমা ট্রেনি, জুনিয়ার সুপারভাইজার, পার্সোনাল সিকিউরিটি
শূন্যপদের সংখ্যা ৫৪
কাজের স্থান মহারাষ্ট্র
কাজের ধরন সরকারি কাজ
নির্বাচন পদ্ধতি লিখিত পরীক্ষা
আবেদন প্রক্রিয়া শুরু বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা কিছু জানানো হয়নি
বেতনক্রম কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি অনলাইন
আবেদনের শেষ দিন ০৫.১০.২০২১

advertisement

নির্বাচন পদ্ধতি:

প্রার্থীদের মূলত লিখিত পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে। সে ক্ষেত্রে লিখিত পরীক্ষা দু'টি লেভেলের মাধ্যমে সম্পন্ন হবে। প্রথম স্তরে স্কিল টেস্ট/ ট্রেড টেস্ট/ কম্পিউটারে দক্ষতামূলক পরীক্ষা/ সাইকোমেট্রিক টেস্ট থাকবে। অন্য দিকে, দ্বিতীয় স্তরে এক বা একাধিক প্রথম স্তরের পরীক্ষা বা কর্তৃপক্ষের মতামত অনুযায়ী প্রার্থীদের যাচাই করা হবে।

advertisement

আরও পড়ুন: সুপারিন্টেনডেন্ট-সুপারভাইজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, কী ভাবে আবেদন করবেন? জানুন...

আবেদন ফি:

সেরা ভিডিও

আরও দেখুন
খাওয়া-দাওয়া, আড্ডা, এসব করতে গিয়ে মিস করেছেন প্রতিমা দর্শন? চিন্তা কীসের!
আরও দেখুন

প্রার্থীদের আবেদন ফি বাবদ ৪০০ টাকা দিতে হবে। প্রার্থীরা তাঁদের সুবিধামত ইন্টারনেট ব্যাঙ্কিং বা ডেবিট/ ক্রেডিট কার্ডের মাধ্যমে আবেদন ফি জমা করতে পারবেন। তবে তফসিলি জাতি ও উপজাতি, শারীরিক প্রতিবন্ধী, ESM প্রার্থী, মহিলা প্রার্থী এবং অন্তর্বর্তী প্রার্থীদের আবেদন ফি বাবদ কোনও অর্থ দিতে হবে না।

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Recruitment 2021|| সুখবর! কেন্দ্রীয় সরকারি সংস্থায় প্রচুর পদে নিয়োগ! দেরি না করে এখনই আবেদন করুন...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল