হাতে সময় খুব অল্প তাই অনলাইন মাধ্যমে আবেদন জানান গবেষণা সংক্রান্ত এই বিশেষ কাজের জন্য। সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে চুক্তিতেই কর্মী নিয়োগ করতে চলেছে ভারতের প্রযুক্তিবিদ্যার প্রাচীন প্রতিষ্ঠান আইআইটি খড়গপুর। ইতিমধ্যেই আইআইটি খড়্গপুরের অফিসিয়াল ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুন: CBSE না ICSE? দুই বোর্ডের মধ্যে কোনটি সেরা? মূল পার্থক্য কোথায়? জেনে রাখুন
advertisement
বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে একটি বিশেষ প্রকল্পে কাজের জন্য অস্থায়ী ভিত্তিতে একজন কর্মী নিয়োগ করা হবে। ভারত সরকারের সায়েন্স অ্যান্ড টেকনোলজি মন্ত্রকের অধীন বায়োটেকনোলজি বিভাগের আর্থিক সাহায্যে Spontaneous neuronal activity induced transcriptional regulation mediated by Mef2 in the origin of Autism Spectrum Disorder (NOP) প্রকল্পে কাজের জন্য প্রজেক্ট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। মোটা অঙ্কের বেতনে এই কর্মী নিয়োগ করা হবে অতি শীঘ্রই।
আরও পড়ুন: কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তি ওবিসি জটে আটকাবে না, বড় পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের
বিজ্ঞপ্তিতে জানান হয়েছে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে। সেক্ষেত্রে আবেদনকারীকে যে কোনও প্রতিষ্ঠান থেকে স্নাতক পাশ করা জরুরি। শুধু তাই নয় গবেষণা সংক্রান্ত কাজের ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়সের সর্বোচ্চ সীমা ৫০ বছর। নিযুক্ত ব্যক্তিকে প্রতি মাসে সাম্মানিক কুড়ি হাজার টাকা দেওয়া হবে। সর্বমোট শূন্য পদের সংখ্যা একটি। আবেদন জানানোর শেষ তারিখ ১ জুলাই ২০২৫।
এই কাজের জন্য আবেদন জানাতে গেলে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে। আবেদের মূল্য লাগবে ১০০ টাকা। আইআইটি খড়গপুরের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে টেম্পরারি জবস পজিশনে গিয়ে মূল বিজ্ঞপ্তি টি দেখে আবেদন জানাতে হবে। বিশদে জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
রঞ্জন চন্দ