ইতিমধ্যেই কর্মী নিয়োগের জন্য আইআইটি খড়গপুরের অফিসিয়াল ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। গবেষণা সংক্রান্ত কাজের অস্থায়ী ভিত্তিতে কর্মী নিয়োগ করবে আইআইটি খড়গপুর।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবেন এই কাজের জন্য। আইআইটি খড়গপুরের তরফে একটি বিশেষ প্রকল্পে কাজের জন্য অস্থায়ী ভিত্তিতে একজন কর্মী নিয়োগ করা হবে। জানা গিয়েছে, প্রভাত কুমার সিনহা সেন্টার ফর বায়ো এনার্জি এন্ড রিনিউয়াবল আইআইটি খড়গপুর ফাউন্ডেশন-এর উদ্যোগে এই বিশেষ প্রকল্পে কর্মী নিয়োগ করা হবে। ল্যাবরেটরি কাম অফিস অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন গ্রহণ করা হচ্ছে।
advertisement
আরও পড়ুন: দুর্গাপুর সিএমইআরআই-এ ৩০ গবেষকের খোঁজ! কীভাবে পাবেন চাকরি? বিশদে জেনে এখনই আবেদন করুন
আইআইটি সূত্রে জানা গিয়েছে, পি.কে সিনহা সেন্টার প্রজেক্ট এই প্রকল্পে কাজের জন্য অস্থায়ী ভিত্তিতে এই কর্মী নিয়োগ করা হবে। মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলেও প্রয়োজন অভিজ্ঞতার। কমপক্ষে একাধিক বিষয়ে ১০ বছরের অভিজ্ঞতা প্রয়োজন। সর্বাধিক বারো মাসের জন্য এই প্রকল্পে কাজের জন্য কর্মী নিয়োগ করা হবে। আবেদনকারীর সর্বোচ্চ বয়সসীমা ৫৮ বছর। কোনও আবেদন মূল্য লাগবে না। যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে নিযুক্ত ব্যক্তিকে প্রতিমাসের সাম্মানিক বাবদ ২২৫০০ টাকা বেতন দেওয়া হবে।
সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে এই পদের জন্য। আবেদন জানাতে গেলে প্রথমে আইআইটি খড়গপুরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে টেম্পোরারি জবস পজিশনে গিয়ে আবেদন জানাতে হবে। আবেদন জানানর শেষ তারিখ ১৪ নভেম্বর ২০২৫। দ্রুত অনলাইনে আবেদন জানান।






